X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মহাসড়কে মাইক্রোবাসে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি
০১ আগস্ট ২০২০, ১৬:২৫আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৬:৩২

মহাসড়কে মাইক্রোবাসে আগুন টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে অপর একটি মাইক্রোবাস ধাক্কা দিলে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একটি মাইক্রোবাস পুড়ে যায় এবং অপরটি ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।

ঈদের দিন শনিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধরুন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ধরুন এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস মহাসড়কে থামিয়ে কয়েকজন লোক নামছিল। এই সময় উত্তরবঙ্গ থেকে অপর একটি মাইক্রোবাস এসে গাড়িটির পেছনে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। আর দাঁড়ানো অবস্থায় থাকা মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহাসড়কে মাইক্রোবাসে আগুন মো. সফিকুল ইসলাম বলেন, ‘উত্তরবঙ্গ থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস ঢাকা যাওয়ার পথে মহাসড়কের দাঁড় করিয়ে কয়েকজন লোক নামছিল। এই সময় একই দিক থেকে অপর একটি মাইক্রোবাস এসে ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। ঈদের নামাজ আদায় করার জন্য বের হচ্ছিলাম। এমন সময় খবর আসে মাইক্রোবাসে আগুন লেগেছে। পরে নামাজে না গিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই।’

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মাইক্রোবাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?