X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২০, ১৭:২৩আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৭:২৪

মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতির বর্তমান চিত্র মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পদ্মা নদীর পানি সামান্য বেড়েছে। অন্যদিকে ধলেশ্বরীর পানি বিপৎসীমা ছুঁয়েছে। আগামী সপ্তাহে আরেকটি বন্যা আসতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে, ঢাকা-দোহার সড়কের কুশিয়ারা পয়েন্ট বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টায় লৌহজংয়ের মাওয়া পয়েন্টে পদ্মার পানি ৬ দশমিক ৫২ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বুধবার যা ছিল ৬ দশমিক ৫০ মিটার। মাওয়া পয়েন্টে বিপৎসীমা থেকে ৪২ সেন্টিমিটার বেশি ও ভাগ্যকূল পয়েন্টে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে, ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমা ছুঁয়ে ৫ দশমিক ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, পানি বাড়ছে ও কমছে। তবে, বিপৎসীমার অনেক ওপরে আছে। বিপৎসীমার নিচে নামলে ভাঙন বাড়বে। সপ্তাহ খানেক পরে আরেকটি বন্যার পূর্বাভাস আছে। বর্তমানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
এদিকে, পুরো জেলায় ৩১৯ গ্রামের প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়েছে। ৪২ হাজার ৫৮৩ পরিবার বন্যার কারণে বানভাসি হয়ে পড়েছে। এরমধ্যে সরকারি ৮১ টি আশ্রয় কেন্দ্রে মোট ৩৪৩ পরিবার আশ্রয় নিয়েছে। সরকারি ত্রাণের মধ্যে বিতরণ করা হয়েছে ৫২৭ মেট্রিক টন চাল, সাড়ে ৫ লাখ টাকা, শিশুখাদ্যের জন্য ৪ লাখ টাকা, গো-খাদ্যের জন্য ১১ লাখ টাকা ও সাড়ে ৫ হাজার শুকনো খাবার প্যাকেট।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় বলেন, লৌহজং, শ্রীনগর ও টংগিবাড়ি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে বলা যায়। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ