X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

পরিবেশ দূষণের দায়ে চার কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা

সাভার প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৩

বায়ুদূষণকারী একটি কারখানা ঢাকার সাভারে পরিবেশ দূষণের দায়ে চার কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভাকুর্তা এলাকার মাঝিপাড়া মহল্লায় টায়ার পুড়িয়ে দূষণের দায়ে এ জরিমানা করেন  অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ। এ সময় অনুমোদন না থাকায় চারটি কারখানা বন্ধ ঘোষণা এবং কিছু অংশ ভেঙে দেওয়া হয়।

কারখানাগুলো হচ্ছে মোখলেছুর রহমানের মালিকানাধীন মিনহা রিসাইক্লিং, সাইফুল ইসলামের সারা ভাকুর্তা পাইরোলাইসিস কোম্পানি-১, হাবিবুর রহমানের সারা ভাকুর্তা পাইরোলাইসিস কোম্পানি-২ এবং অপর একটি কোম্পানির মালিক মোহাম্মদ মহসিন।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, ‘সাভারের ভাকুর্তা এলাকায় কারখানাগুলোতে পুরাতন টায়ার সংগ্রহ করে তা পুড়িয়ে জ্বালানি তেল তৈরি করা হয়। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব উপাদান বাতাসকে দূষিত করছে, ক্ষতি করছে কৃষি জমির। এছাড়া কারখানার বর্জ্য মিশ্রিত পানি আশপাশের জলাশয়ে মিশে জলজপ্রাণী ধ্বংস করছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের কারখানা পরিচালনার জন্য পরিবেশ অধিদফতরের অনুমতি সাপেক্ষে এয়ার ট্রিটমেন্টের প্রয়োজন হয়। কিন্তু সেগুলো তারা না করে এ ধরনের কারখানা পরিচালনা করছে। তাই আজ দিনব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারটি কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা এবং অপর একটি কারখানার মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?