X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দাফনের সাড়ে পাঁচ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২১, ১৬:২৯আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৬:২৯

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সাড়ে পাঁচ মাস পর কবর থেকে তাহমিনা আক্তার ঝুমুরের (৩২) লাশ উত্তোলন করা হয়েছে। নিহত ঝুমুর শ্রীনগরের উপজেলার সমষপুর গ্রামের জয়নাল খা'র মেয়ে।

রবিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদারের উপস্থিতিতে পশ্চিম কুমারভোগ কবরস্থান থেকে লৌহজং থানা পুলিশ লাশ উত্তোলন করে। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, গত মাসে মামলাটি আদালত হতে থানায় আসে। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত তাহমিনা আক্তার ঝুমুরের লাশ কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেদিনী মণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু নাছের লিমনের (৪৫) বিরুদ্ধে আদালতে স্ত্রী হত্যার অভিযোগে মামলা হয়। মামলায় আসামি করা হয়েছে শিক্ষক লিমনের পরকীয়া প্রেমিকা দিলরুবা আক্তারকেও। মামলার পর হতে শিক্ষক লিমন পলাতক। তাদের সংসারে ১৪ ও ৭ বছর বয়সের দুইটি পুত্র সন্তান আছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৫-৬ বছর পূর্বে এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে লিমন। তাদের এ অবৈধ সম্পর্ক জানাজানি হলে স্ত্রী তাহমিনা বিষয়টি লিমনকে জিজ্ঞাসা করলে তাকে প্রায়ই মারপিটসহ নানাভাবে অত্যাচার করতো। গত ২৪ জুলাই লিমন তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে তার বাড়িতে যায়। এ সময় স্ত্রী তাহমিনা দিলরুবাকে বাড়ি থেকে চলে যেতে বললে লিমন ও দিলরুবা ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় তারা তাহমিনার গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। এর পর কাউকে কিছু না জানিয়ে অজ্ঞাতনামা ৫/৬ জন লোক নিয়ে রাত আড়াইটার দিকে পশ্চিম কুমারভোগ কবরস্থানে লাশ দাফন করে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ