X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে আ.লীগ নেতার নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৪

গাজীপুরের শ্রীপুরে মোটরবাইকে ধাক্কা লাগার জেরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা ইলেক্ট্রনিক সামগ্রী ও ফার্নিচার দোকানসহ চারটি দোকান এবং দুটি মোটরবাইক ভাঙচুর করে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামালা দায়ের করা হয়েছে।

শ্রীপুরে আ.লীগ নেতার নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ আলম প্রধান বলেন, সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে আমি স্থানীয় মোল্লাপাড়া এলাকার সংযোগ সড়ক থেকে নয়নপুর-বরমী সড়কে উঠছিলাম। এসময় গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আফির উদ্দিনের ভাতিজা শরীফের মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মীমাংসায় বসার কথা ছিল। তবে আওয়ামী লীগ নেতা আফির উদ্দিনের নেতৃত্বে মজিবুর রহমান, তার ছেলে শরিফ, ময়েজ উদ্দিনের ছেলে রিফাত ও শামসুদ্দিনসহ তাদের ৭/৮ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে নয়নপুর বাজারে আমার মিতু ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফার্নিচার এবং রুবেলের বিসমিল্লাহ্ ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার দোকানে হমলা চালায়। হামলাকারীরা ভাঙচুরের পাশাপাশি দোকানে লুটপাট চালান। এসময় তারা দুটি মোটরবাইকও ভাঙচুর করেন। পরে অন্য ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, হামলাকারীদের বাধা দিতে গিয়ে আমি ও রুবেল আহত হই।

 অভিযুক্ত গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আফির উদ্দিন হামলা ও ভাঙচুরের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, শরিফের গায়ে মোটরবাইক তুলে দিয়ে উল্টো তারা শরিফকে মারধর করেছে। এ নিয়ে মীমাংসার কথা বলেও তারা বসেনি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া জানান, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ