X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

না.গঞ্জে হেফাজত নেতা মুফতি বশির উল্লাহ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২১, ১১:৪৩আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১১:৪৩

হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ১১ টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার হেফাজত নেতা মুফতি বশির উল্লাহ ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। তবে তিনি মামলার এজহারভুক্ত আসামি নন।

জানা গেছে, সোনারগাঁও উপজেলায় মামুনুল হক ইস্যুতে ব্যাপক ভাঙচুর ও সহিংসতা চালানোসহ ২৮ মার্চ হরতাল চলাকালে মহাসড়কে ব্যাপক তাণ্ডবে অংশ নেওয়া নাশকতাকারীদের চিহ্নিত করা হচ্ছে। ইতোমধ্যে জেলা পুলিশ প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে একের পর এক সেই ঘটনার ছবি প্রকাশ করা হচ্ছে। আর তাতেই শনাক্ত হচ্ছেন সহিংসতায় যুক্তরা। হাতে লাঠি, রড, ইটপাটকেল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, যানবাহন ভাঙচুরকারীদের এখন আশপাশের লোকজনও চিহ্নিত করতে পারছে।

এদিকে হরতালে সহিংসতার ঘটনায় ৩৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট আটটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে সোনারগাঁওয়ে ৫১ জন, সিদ্ধিরগঞ্জে ২২ জন ও রূপগঞ্জের রয়েছে ৬ জন।

১১ এপ্রিল সকালে সোনারগাঁও থানার এসআই ইয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মোগরাপাড়া চৌরাস্তার ঈশাখা মোবাইল মার্কেট থেকে হাসান মিয়া ও শহিদুল ইসলামকে গ্রেফতার করে। সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে সোনারগাঁওয়ে মামুনুল হক ইস্যুতে রয়েল রিসোর্টে হামলা ও ভাঙচুরে জড়িত রয়েছেন তারা।

একই ঘটনায় ব্যাপক সহিংসতা, হামলা ও ভাঙচুর মামলার প্রধান আসামি হেফাজত ও খেলাফত মজলিশের সভাপতিসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিশ সোনারগাঁও উপজেলার শাখার সভাপতি ইকবাল হোসেন (৫২), হেফাজত ইসলাম সোনারগাঁও উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মহিউদ্দিন খাঁন (৫৩), সেক্রেটারি মাওলানা মো. শাহজাহান খাঁন শিবলী (৪৩) ও সহ সভাপতি হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২)।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, সোনারগাঁওয়ে ভাঙচুর, হরতালে নাশকতা ও ভাঙচুরের আসামিদের ফেসবুকের পোস্ট, ভিডিও ফুটেজ ছাড়াও তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এসব মামলায় অন্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের মধ্যে বিএনপি, জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরা রয়েছেন। পুলিশ অপরাধী কাউকেই ছাড় দিবে না।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?