X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ২০:৩৫আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৩৫

নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুই ওয়ার্ড বয় দগ্ধ হয়েছেন। বুধবার (১১ আগস্ট) বিকালে নগরীর চাষাঢ়া বালুর মাঠ এলাকার অ্যাপালো হাসপাতালের চার তলায় পর্যবেক্ষণ কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন রাজিব (২৭) ও হৃদয় (২০)। এরই মধ্যে রাজিবকে গুরুতর অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে ভবনটিতে ওঠা-নামার সিঁড়ি প্রয়োজনের তুলনায় অনেক সরু হওয়ায় দগ্ধ রাজিবকে স্ট্রেচারে করে নিচে নামাতে খুবই বেগ পেতে হয়েছে। রাজিবের বাড়ি বরিশাল ও হৃদয়ের বাড়ি বন্দর উপজেলায়। তারা ক্লিনিকে থাকতেন। বিস্ফোরণে রাজিবের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

হাসপাতালের নার্সরা জানান, বিকালে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন শেষে পর্যবেক্ষণ কক্ষে পাঠানোর প্রক্রিয়া চলছিল। এ জন্য রাজিব ও হৃদয় পর্যবেক্ষণ কক্ষ প্রস্তুত করছিলেন। একপর্যায়ে কক্ষের ভেতর থেকে বিকট শব্দ হয়। গিয়ে দেখি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রাজিব ও হৃদয় দগ্ধ অবস্থায় পড়ে আছে। পরে হাসপাতালের চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। রাজিবের অবস্থা গুরুতর হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এদিকে, ঘটনার পর পর্যবেক্ষণ কক্ষ থেকে বিস্ফোরিত অক্সিজেন সিলিন্ডারসহ যাবতীয় জিনিসপত্র দ্রুত সরিয়ে ফেলা হয়। মালিকপক্ষের কাউকে হাসপাতালে পাওয়া যায়নি। 

হাসপাতালের ব্যবস্থাপক মো. আফজাল হোসেন বলেন, পর্যবেক্ষণ কক্ষে সিলিন্ডারের সঙ্গে মিটার সংযুক্ত করার সময় বিস্ফোরণ ঘটে দুই ওয়ার্ড বয় দগ্ধ হয়। তবে ভেতরে রোগী ছিল না।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর দুই ওয়ার্ড বয়ের পরিবারকে বিষয়টি জানানো হয়। রাজিবের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। হৃদয়কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার