X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

তিনটি গরু চুরি হওয়ায় দিশেহারা প্রতিবন্ধী ব্যক্তি ও তার মা

ফরিদপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২১, ১১:৫২আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১১:৫২

ফরিদপুরের মধুখালীতে প্রেম কুমার (৪২) নামে এক প্রতিবন্ধী ব্যক্তির সম্বল তিনটি গরু রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার (১৩ আগস্ট) বিকালে মধুখালী থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

এদিকে গোয়াল ঘর থেকে তালা কেটে গরু চুরির ঘটনা জানার পর সেদিন সকালেই জ্ঞান হারান প্রেম কুমারের বৃদ্ধা মা সাবিত্রী মণ্ডল (৭০)। পরে স্থানীয় বাজার থেকে চিকিৎসক এনে তাকে সুস্থ করে তোলা হয়।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মেগচামী ইউনিয়নের কালীনগর গ্রামে আখ সেন্টারের পাশে মৃত নবদ্বীপ মণ্ডলের চার ছেলের মধ্যে তৃতীয় প্রেম কুমার। বিয়ের পরে অন্য ছেলেরা আলাদা সংসার পেতেছে। মা বৃদ্ধা সাবিত্রী মণ্ডল প্রতিবন্ধী ছেলেকে নিয়ে স্বামীর ভিটেয় বাস করেন।

প্রেম কুমার কান্না জড়িতকণ্ঠে বলেন, ‘গত  বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে আমার মা গোয়াল ঘরে গিয়ে দেখে গরু নেই। দরজার তালা কেটে গরুগুলো নিয়ে গেছে চোরেরা।  আট-নয় মাসের একটি গর্ভবতী গরু, একটি ষাড় ও একটি বকনা গরু ছিল। সব মিলিয়ে গরু তিনটির দাম দুই থেকে আড়াই লাখ টাকা বেশি হবে। এখন আমার সব শেষ।’

সাবিত্রী মণ্ডল বলেন, ‘ভোরে ঘুম থেকে উঠে দেখি, গোয়াল ঘরের দরজা খোলা গরু নেই। আমার সন্তানের সারাজীবনের কষ্টের গরু চুরি করে নিয়ে গেলো। আমি এর উপযুক্ত বিচার চাই। আমার ছেলে প্রতিবন্ধী হওয়ায় তাকে কেউ কাজে নেয় না। তাই ছোটবেলা থেকে পরের গরু বর্গা নিয়ে লালনপালন করতো। এভাবে একসময় নিজের এই গরু তিনটি বানাইছে। সারাদিন ওই গরু নিয়েই থাকতো। এখন ছেলের আর আমার ভিক্ষা করা ছাড়া পথ নেই।’

এ বিষয়ে মেগচামী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর আবুল কালাম ঠান্ডা বলেন, ‘আমার বাড়ি একটু দূরে হওয়ায় একদিন পর বিষয়টি জানতে পেরে শুক্রবার বিকালে সেখানে যাই। দুপুরে নাকি তারা থানায় জিডি করে এসেছেন।’

এলাকার বাসিন্দা আজাহার শেখ বলেন, ‘প্রেম কুমারের গরু চুরির এই খবর এলাকার চেয়ারম্যানকে জানিয়ে থানায় ফোন করতে বলা হয়েছিল। কিন্তু চেয়ারম্যান একনজর দেখতেও আসেননি, পুলিশকেও জানাননি। পরিবারটি খুবই অসহায় অবস্থায় আছে।’

এ ব্যাপারে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী বলেন, ‘এসব বলে আর কী হবে? পুলিশ ধরার পর ওরা টাকাপয়সা খরচ করে ঠিকই জেল থেকে বেরিয়ে আসে।’

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার একদিন পর তারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
রাজধানীজুড়ে সাঁড়াশি অভিযান‘সিঁধেল চোর’ ধরতে মরিয়া পুলিশ
চুরির ঘটনায় তদন্তে নেমে ৫টি অস্ত্রের সন্ধান
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?