X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শুক্রবার থেকে মাঝিরঘাট-শিমুলিয়া রুটে চলবে ফেরি

শরীয়তপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ১৪:৩৩আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৪:৩৩

পদ্মা সেতুর পিলারে ধাক্কা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুট বন্ধের পর চালু হচ্ছে মাঝিরঘাট-শিমুলিয়া রুটে ফেরি চলাচল। ইতোমধ্যে শরীয়তপুরের জাজিরায় সাত্তার মাদবর-মঙ্গলমাঝি ঘাটে ফেরিঘাট নির্মাণের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) পরীক্ষামূলকভাবে ফেরি চলাচলের পর শুক্রবার (২৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরুর কথা রয়েছে। 

জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ২১ আগস্ট থেকে ফেরিঘাট নির্মাণের কাজ শুরু করে। বুধবার বিকালে ঘাটে পন্টুন স্থাপন শেষ হয়। আজ দুপুরের পরে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল করবে।

বিআইডব্লিউটিসির ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী মতিউল জানান, বারবার পদ্মা সেতুর পিলারে ফেরির আঘাত রোধে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী ঘাট পরিবর্তন করা হয়েছে। তীব্র স্রোত না কমা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রী ও মালবাহী ফেরি চলাচল বন্ধ থাকবে। ততদিন এই পথ দিয়ে ছোট আকারের ফেরি চলবে। ফেরিগুলো পদ্মা নদীর চ্যানেল দিয়ে ভাটিতে যাবে। এতে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা এড়ানো সহজ হবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএর ঢাকার বিভাগীয় সহকারী কারিগরি প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, শুক্রবার (২৭ আগস্ট) আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য দ্রুত ঘাটটি নির্মাণের কাজ শেষ হয়েছে। এই নৌপথ দিয়ে ছোট আকারের ফেরিতে শুধু অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও সরকারি কাজে ব্যবহৃত গাড়ি পারাপার করা হবে। জাজিরার সড়ক সরু ও ভারি যানবাহন চলাচলের উপযোগী নয় তাই এখনই সব যানবাহন চলাচল সম্ভব নয়।

সড়ক প্রশস্ত হলে সব যানবাহন পার করা হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে ১৮ আগস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ থাকায় এই পথের যাত্রীরা পাটুরিয়া-দৌলতদিয়া পথ ব্যবহার করছেন। বাড়তি চাপে সেখানে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। ফেরি পারের জন্য ঘাটে অনেক সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

প্রসঙ্গত, পদ্মা সেতুর পিলারে এখন পর্যন্ত তিনবার ফেরির ধাক্কা লেগেছে। ২৩ জুলাই নির্মাণাধীন সেতুটির ১৭ নম্বর পিলারের সঙ্গে শাহজালাল নামের একটি রো রো ফেরির ধাক্কা লাগে। এতে ফেরিটির অন্তত ২০ যাত্রী আহত হন। এরপর ৯ আগস্ট বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের আরেকটি রো রো ফেরি ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। ১০ নম্বর পিলারেই ১৩ আগস্ট কাকলী নামের আরও একটি ফেরির ধাক্কা লাগে। তীব্র স্রোতের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলেছে কর্তৃপক্ষ থেকে জানানো হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা