X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থাকার পরামর্শ শিক্ষামন্ত্রীর

গাজীপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাহিত্য-সংস্কৃতি ও খেলাধুলাসহ অন্যান্য ভালো কাজে যুক্ত থাকতে হবে। প্রকৌশলীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন নয়, এর সঙ্গে ব্যবস্থাপনা, হিউম্যান রিসোর্স, নেগোসিয়েশন, যোগাযোগের দক্ষতাসহ নানামুখী জ্ঞান অর্জন করতে হয়। তাদের এমনভাবে তৈরি করতে হবে যে, কর্মক্ষেত্রে প্রবেশের জন্য যেন পূর্ণাঙ্গ উপযোগী হয়। প্রকৌশলীরা তৃণমূল থেকে দেশের মেগা প্রজেক্টের সঙ্গে যুক্ত। তারা যদি সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও দক্ষতা দিয়ে কাজ করে, তাহলে ২০৪১ সালের আগেই এ দেশ সুখী ও সমৃদ্ধশালী হয়ে উঠবে।’

বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে তিনি গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় (ভার্চুয়াল) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রী ডুয়েটের সার্বিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ‘ডুয়েটের নামকরণে তৎকালীন শিক্ষার্থীদের যে গৌরব রয়েছে, তা ধরে রাখতে হবে। ডুয়েট শিক্ষা, গবেষণা, প্রকাশনা ও সহ-শিক্ষা কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে জেনে আমি আনন্দিত।’

নওফেল বলেন, ‘প্রকৌশল ও প্রযুক্তিগত উচ্চশিক্ষা ক্ষেত্রে এখন যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। অনেক গ্র্যাজুয়েট একাডেমিকভাবে স্কিলড হলেও ব্যবস্থাপনা, যোগাযোগের দক্ষতাসহ বাস্তবমুখী জ্ঞান অর্জন না করায় কর্মক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে পড়ে। তাই আমাদেরকে একাডেমিক স্কিলের পাশাপাশি নৈতিকতা, সততাসহ অন্যান্য দক্ষতার দিকে জোর দিতে হবে। আগামীতে বিশ্ববিদ্যালয়গুলো এদিকে মনোযোগী হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

/এফআর/
সম্পর্কিত
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ