X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

গোসলে নেমে ৩ ছাত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৫

গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায় লবন্দহ খালে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন ছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ছাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দপুরে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ তাশারুফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতরা হলো পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে স্থানীয় জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী রিচি আক্তার (১৫), মঞ্জুর হোসেনের মেয়ে একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী মায়া আক্তার (১৪) এবং একই গ্রামের হায়েত আলীর মেয়ে পুকুরপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার (১৪)। এ ঘটনায় সোলাইমান হোসেনের মেয়ে রিয়া আক্তার (১০) নিখোঁজ রয়েছে। সে তৃতীয় শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, দুপুরে চার ছাত্রী পাইনশাইল এলাকার খালে বর্ষার পানিতে গোসল করতে নেমে ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে একজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ তাশারুফ হোসাইন বলেন, লবন্দহ খালে অতি বর্ষণে পানি বেড়ে যাওয়ায় প্রতিদিন শিশু-কিশোররা গোসল করতে নামে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রিচি, রিয়া, আইরিন ও মায়াসহ ৫-৬ জন গোসল করতে নামে। এ সময় চার জন ডুবে যায়। অন্যরা তাদের দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। আশপাশের লোকজন তাদের উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন জনের লাশ উদ্ধার করে। রিয়া আক্তার এখনও নিখোঁজ।

জযদেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক আবদুর রাজ্জাক মিয়া বলেন, তিন কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শিশু রিয়ার সন্ধানে ডুবুরিদের অভিযান অব্যাহত রয়েছে।

/এএম/
সম্পর্কিত
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র