X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনের আগের দিন সংবাদ সম্মেলনে প্রার্থীর কান্না

নরসিংদী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ২২:৪৩আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২২:৪৩

সমর্থকদের মেরে ফেলার হুমকি-ধমকি, হামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নরসিংদীর আমদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া রিপন। শনিবার (২৭ নভেম্বর) বিকালে নরসিংদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনটি করেন তিনি।

সেখানে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনসহ নিজের এবং সমর্থক ও ভোটারদের নিরাপত্তার দাবি তুলেছেন টানা তিনবারের নির্বাচিত এ চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন এ প্রার্থী।

কান্না বিজড়িত কণ্ঠে বলেন, ‘বিগত ১৯ বছর ধরে আমি জনগণের আস্থা ও ভালবাসা নিয়ে নির্বাচিত হয়ে আসছি। আজও জনগণ আমার পক্ষে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো।’

তার অভিযোগ, ‘প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠুর পক্ষে ঘোড়াশাল পৌরসভার মেয়র তুষারের লোকজন আমার অফিসে, বাড়িতে এবং সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, মারধর ও গুলিবর্ষণ করে। তারা ব্যাপকভাবে আতঙ্ক সৃষ্টি করে চলছে। ২৮ নভেম্বর আমদিয়া ইউনিয়নের সব কেন্দ্র দখল করে ভোট ছিনিয়ে নেওয়ার ঘোষণাও দিয়েছেন। বাধা দিলে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। আমার এবং কর্মীদের জীবন নাশ হলে সেজন্য ঘোড়াশালের নবনির্বাচিত মেয়র আল মুজাহিদ হোসেন তুষার দায়ী থাকবেন।’ 
এ প্রার্থী বলেন, ‘আমি ইতোপূর্বে প্রধান নির্বাচন কমিশনার এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার কাছে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছিলাম। আজও কোনও প্রতিকার না পেয়ে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট সবার কাছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয় ভীতিহীন নির্বাচনের দাবি জানাচ্ছি।’

এ সময় নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ