X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভোট দিয়ে খুশি শতবর্ষী ২ নারী

শরীয়তপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৮:২৯আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:৫১

তৃতীয় দফার ইউপি নির্বাচনে শরীয়তপুর গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করেছেন শতবর্ষী দুই বৃদ্ধা। তারা হলেন ১০২ বছর বয়সী জয়তুন নেছা ও ১০৫ বছরের আয়াতুন নেছা। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি দুজনই।

রবিবার (২৮ নভেম্বর) ১৭নং রানীরসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই শতবর্ষী দুই বৃদ্ধা অন্যের সহযোগিতায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন।

তারা বলেন, ‘জীবনের এ শেষ সময়ে নিজের ভোটটি পছন্দের প্রার্থীকে দিতে পেরে আনন্দ লাগছে। ভোটকেন্দ্রে কষ্ট করে এলেও এখন আর কষ্ট হচ্ছে না।’

ভোটকেন্দ্রে শতবর্ষী বৃদ্ধা

জয়তুন নেছা বলেন, ‘ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় ভোট দিতে কোনও সমস্যা হয়নি। এই শেষ বয়সে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি। তাও আবার পছন্দের প্রার্থীকে। তবে কারে ভোট দিলাম এই কথা জানতে চেও না বাবা। কাকে ভোট দিছি এটা বলা যাবে না। তবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাকে ভোট দিলাম সে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ।’

আয়াতুন নেছা বলেন, ‘অন্যের সহযোগিতায় ভোটকেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। অনেকদিন পরে নিজের ভোট নিজেই দিয়েছি। যাকে ভোট দিয়েছি এই নাম আমি গোপন রাখমু, তোমাদের বলবো না। যদি আমার প্রার্থী না জিততে পারে তাহলে তো পরে আমারে চোখে দেখতে পারবে না। আশা করি, আমার চেয়ারম্যান প্রার্থী জয়ী হবে।’

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টায় গোসাইরহাটের আট ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নাগেরপাড়া ইউনিয়নে চার জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। একজন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতীক নিয়ে দাঁড়ালেও বাকি সবাই স্বতন্ত্র প্রার্থী। মোট ভোটার ২১ হাজার ৩৬ জন।

/এফআর/
সম্পর্কিত
সৌদিতে যাওয়ার পর থেকে নানাভাবে নির্যাতন করেছে নিয়োগকর্তা
‘অগুরুত্বপূর্ণ’ বলেই অনুচ্চারিত?
ডানপন্থি কোনও রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না: গণপূর্তমন্ত্রী
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা