X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

গেমিং ল্যাপটপ কিনতে ‘ক্রাইম পেট্রোল’ দেখে শিশুকে অপহরণের পর হত্যা

নরসিংদী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ০২:২৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০২:২৪

নরসিংদীর রায়পুরায় চাঞ্চল্যকর শিশু ইয়ামিন হত্যার রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। গেমিং ল্যাপটপ কিনতে ‘ক্রাইম পেট্রোল’ দেখে শিশুটিকে অপহরণের পর হত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে তারা৷ 

শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।

গ্রেফতারকৃতরা হলো উত্তর বাখরনগর গ্রামের সিয়াম উদ্দিন (১৮), রাসেল মিয়া (১৯), মো. সুজন মিয়া (২৪) ও কাঞ্চন মিয়া (৫২)। নিহত ইয়ামিন (৮) রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর মধ্যপাড়া এলাকার প্রবাসী জামাল মিয়ার ছেলে। 

নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার সকালে উত্তর বাখরনগর গ্রামের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

সাহেব আলী পাঠান সাংবাদিকদের বলেন, টিভিতে ভারতের সিরিয়াল ‘ক্রাইম পেট্রোল’ দেখে উদ্বুদ্ধ হয়ে গেমিং ল্যাপটপ কেনার টাকা জোগাড় করতে ২৮ নভেম্বর ইয়ামিনকে খেলার ছলে অপহরণ করে একই এলাকার সিয়াম উদ্দিন ও পিরিজকান্দি এলাকার রাসেল মিয়া। পরে একটি অ্যাপ ব্যবহার করে ভিপিএনের মাধ্যমে ইয়ামিনের মা সামসুন্নাহারের মোবাইল নম্বরে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণের দিন সন্ধ্যায় বালিশচাপা দিয়ে শিশুকে হত্যা করা হয়। পরে সিয়ামের বাড়ির গোয়ালঘরে বস্তাবন্দি করে লাশ লুকিয়ে রাখা হয়। চার দিন পর রাতের অন্ধকারে লাশটি গ্রামের একটি ডোবায় ফেলে দেয়।

অপহরণের তিন দিন পর ইয়ামিনের মা সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় একটি এজাহার দাখিল করেন। এরই সূত্র ধরে শনিবার ভোরে উত্তর বাখরনগর এলাকা থেকে সিয়াম উদ্দিন ও পিরিজকান্দি এলাকা থেকে রাসেল মিয়াকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে স্কচটেপ, দুটি মোবাইল ফোন ও একটি বালিশ উদ্ধার করা হয়। যা ইয়ামিন হত্যায় ব্যবহার করা হয়েছে। এরপর হত্যাকাণ্ডের কথা স্বীকার করে তারা।

এ ঘটনায় সম্পৃক্ত সুজন মিয়া ও কাঞ্চন মিয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান