X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে অব্যাহতি

নরসিংদী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ১৭:১০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭:১০

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ খানকে নানা অনিয়মের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, অনৈতিকভাবে অর্থ আদায়, পদ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী হারুন-অর-রশিদকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের ১নং সিনিয়র সহ-সভাপতি মহসিন নাজিরকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন জানিয়েছেন, সারাদেশের আওয়ামী নেতাকর্মীদের জন্যে এটি একটি মেসেজ। গঠনতন্ত্র পরিপন্থী ও নৈতিকতা বিবর্জিত কোনও কাজ কেউ করলে তাদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে দীর্ঘ ২৫ বছর যাবৎ শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসা শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ খান এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘অব্যাহতির সংবাদ আমি পেয়েছি। নেত্রীর বিরুদ্ধে আমি কিছুই বলিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি একজন পরীক্ষিত তৃণমূল নেতা। এই চক্রান্তের বিরুদ্ধে আমি নেত্রী ও কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিকার চাইবো। আমার বিশ্বাস, তারা আমার আবেদনটি পুনর্বিবেচনা করবেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ