X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঝড়ো বাতাসে দৌলতদিয়া ঘাটে ১ ঘণ্টা ফেরি বন্ধ, ভোগান্তি

রাজবাড়ী প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ১০:০৭আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১০:০৭

কালবৈশাখী ঝড়ে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় পারের অপেক্ষায় আটকা পড়েছে ছয় শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অফিস সূত্র জানায়, কালবৈশাখী ঝড়ের প্রভাবে পদ্মা-যমুনা নদী উত্তাল হয়ে ওঠে। বুধবার সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। বাতাসের কারণে এক ঘণ্টা ফেরি চলাচল সম্পন্ন বন্ধ থাকে। এই নৌপথের ১৯টি ফেরির মধ্যে দুটি যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে। বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে।

ঘাট এলাকায় পারের অপেক্ষায় আটকা পড়েছে ছয় শতাধিক যানবাহন

সকাল ৮টার দিকে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ পৌর জামতলা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার পণ্যবাহী যানবাহন আটকে রয়েছে। পচনশীল পণ্যের গাড়ি ও বাসসহ জরুরি গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। এতে অধিকাংশ অপচনশীল পণ্যবাহী গাড়িগুলো আটকে পড়ছে। ঝড়ো বাতাসে ৩ ও ৭ নম্বর ঘাটের পন্টুন নিচু হয়ে গেছে। মেরামত করতে সময় লাগবে বলে ঘাট সূত্রে জানা গেছে। বর্তমানে ৪ ও ৫ নম্বর ঘাট চালু আছে।

আটকে থাকা একাধিক ট্রাকচালক অভিযোগ করেন, কিছু জরুরি গাড়ির সঙ্গে অনেক সাধারণ পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী কোচের চালকরা সিরিয়াল মানছেন না। তারা স্থানীয় দালালদের মাধ্যমে বাড়তি অর্থ দিয়ে পার হয়ে যাচ্ছে।

সড়ক কাদায় পিচ্ছিল হওয়ায় ফেরি থেকে গাড়ি ওঠানামায় লাগছে দ্বিগুণ সময়

বিআইডব্লিউটিসি’র আরিচা অফিসের উচ্চমান সহকারী হারুনার রশিদ জানান, ঝড়ো বাতাসের কারণে সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এছাড়া অতিরিক্ত যানবাহন নদী পার হতে আসায় ঘাট এলাকায় দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। আমরা সেগুলোকে নিয়মমাফিক পার করার চেষ্টা করছি। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে। 

তিনি আরও জানান, ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হওয়ায় সড়ক কাদামাটিতে পিচ্ছিল হওয়ায় ফেরি থেকে গাড়ি ওঠানামায় দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। যানবাহনের সিরিয়াল দুপুরের মধ্যে কমে আসবে।

/এসএইচ/
সম্পর্কিত
দৌলতদিয়া ঘাটে মানুষ ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি 
দায়িত্বে গাফিলতির কারণে ডুবে গিয়েছিল রজনীগন্ধা ফেরি, ১১ জন বরখাস্ত
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চাপ বাড়লেও নেই ভোগান্তি
সর্বশেষ খবর
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত
গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না