X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জিন্স-টপস পরায় রেল স্টেশনে তরুণীকে মারধর

নরসিংদী প্রতিনিধি
২০ মে ২০২২, ১৬:০২আপডেট : ২০ মে ২০২২, ১৬:৫৫

ঢাকা যাওয়ার পথে আধুুনিক পোশাক পরায় এক তরুণীকে হয়রানি ও মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ মে) নরসিংদী রেল স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে ঘটনার দুদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে। 

জানা যায়, আধুনিক পোশাক পরার কারণে ভুক্তভোগী তরুণীর সঙ্গে এক নারী যাত্রী বাগবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তরুণী ও তার দুই বন্ধু অন্য যাত্রীদের হামলার শিকার হন। পরে তারা স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেন।

স্টেশন মাস্টার নাইয়ুম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার সময় আমি নিজ রুমে কাজে ব্যস্ত ছিলাম। সে সময় স্টেশনে হইচই শুনে দরজায় গিয়ে দেখি হামলার শিকার ওই তরুণী ও তার সঙ্গী আরও দুই তরুণ দৌড়ে আমার রুমের দিকে আসছে। পরে তাদের আমার ‍রুমে আশ্রয় দেই। খবর দিলে তাৎক্ষণিকভাবে জিআরপির লোকজন এসে তাদের ঢাকাগামী মেইল ট্রেনে উঠিয়ে দেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী বলেন, ‘ভুক্তভোগী তরুণী ও তার সঙ্গে থাকা তরুণদের নাম-ঠিকানা জানা যায়নি। তবে তারা চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনের যাত্রী ছিলেন। নরসিংদী রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন তারা। এরই মধ্যে জিন্স ও টপস পরা নিয়ে স্টেশনে অপেক্ষারত এক নারীর সঙ্গে তরুণীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তরুণীকে হেনস্তা করেন ওই নারী। তরুণীর সঙ্গে থাকা দুই তরুণ প্রতিবাদ করলে পাশ থেকে কয়েকজন যুবক এসে তাদের মারধর করেন। মারধরকারীদেরও নাম-ঠিকানা জানা যায়নি। পরে স্টেশন মাস্টারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর তাদের ঢাকাগামী ট্রেনে উঠিয়ে দেওয়া হয়েছে।’

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি