X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সরকারি হাসপাতালের চিকিৎসা সামগ্রী নিয়ে পালানোর সময় নারী আটক

ফরিদপুর প্রতিনিধি
০১ জুন ২০২২, ২০:১৭আপডেট : ০১ জুন ২০২২, ২০:১৭

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় সুমি (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুন) দুপুরে ওই নারীকে আটক করা হয়। আটক নারী ফরিদপুরের সালথার ময়েনদিয়া গ্রামের রুবেলের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সুমি হাসপাতালের নারী মেডিসিন ওয়ার্ড থেকে চিকিৎসা সামগ্রী ব্যাগভর্তি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে কোতোয়ালি থানা পুলিশের কাছে চিকিৎসা সামগ্রীসহ ওই নারীকে হস্তান্তর করা হয়।

এদিকে, আটক সুমি দাবি করেন, ‘হাসপাতালের নারী মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ বিলকিস এসব চিকিৎসা সামগ্রী দিয়েছেন। ইনচার্জ বিলকিস এই চুরির সঙ্গে জড়িত; আমি না।’

এ বিষয়ে জানতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ বিলকিসের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়। অন্যদিকে, ঘটনা ধামাচাপা দিতে স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আফসানা আক্তার শান্তা চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে আফসানা আক্তার শান্তা দাবি করেন, ‘আমি ঘটনাটি কেন ধামাচাপা দিতে যাবো? বরং আমি উল্টো অপরাধীদের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করে তোপের মুখে আছি। অপরাধীর কোনও ছাড় নেই। সত্যিই যদি সে (বিলকিস) অন্যায় করে থাকে তবে তার বিচার হোক।’ দ্রুত এই বিষয়ে তদন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান নার্স পরিষদের এই নেত্রী।

ওই নারীকে আটকের সময় স্থানীয়রা অভিযোগ করেন, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বেশিরভাগ ওষুধ ও চিকিৎসা সামগ্রী বাইরে থেকে কিনতে হয়।  সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা তা বাইরে বিক্রি করছেন। তাদের ধারণা, এর সঙ্গে হাসপাতালের কর্মরতরাও জড়িত আছেন। তারা এই বিষয়ে সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

হাসপাতালের নার্সিং সুপারিন্টেনডেন্ট সন্ধ্যা রানী মন্ডল বলেন, ‘হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সার্বিক বিষয়ে জানতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।

কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন বলেন, ‘হাসপাতাল থেকে চিকিৎসা সামগ্রীসহ সুমি নামে এক নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এফআর/
সম্পর্কিত
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!