X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

কর্মকর্তার বিরুদ্ধে কিশোর-কিশোরীর নাস্তার টাকা আত্মসাতের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
০৩ জুন ২০২২, ১১:৪৬আপডেট : ০৩ জুন ২০২২, ১১:৪৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের বিরুদ্ধে কিশোর-কিশোরী ক্লাবের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ৩১ মে ক্লাব পরিচালনায় কর্মরত শিক্ষকরা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোয়ালন্দ প্রেসক্লাব বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় পাঁচটি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। প্রতিটি ক্লাবে ২০ জন মেয়ে ও ১০ জন করে ছেলে তালিকাভুক্ত রয়েছে। এতে শিক্ষক রয়েছেন দুই জন করে। তাদের মধ্যে একজন সংগীত ও একজন আবৃত্তি শিক্ষক। প্রতি শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ক্লাস চলে। ক্লাসে সংগীত ও আবৃত্তি শিক্ষাসহ নানা ধরনের আনন্দ-বিনোদন এবং পুষ্টিকর খাবারের ব্যবস্থা থাকার কথা। কিন্তু ক্লাবগুলোতে এ ধরনের কোনও ব্যবস্থা নেই। ক্লাবের হারমোনিয়াম, ডুগি-তবলা দীর্ঘদিন ধরে নষ্ট। নেই বসার জন্য মাদুর, হোয়াইট বোর্ড, মার্কার, ডাস্টার, লুডু, কেরাম, দাবা, জগ-গ্লাস ও খাতা-কলমসহ অন্যান্য উপকরণ। যে কারণে কিশোর-কিশোরীদের উপস্থিতিও একেবারে কমে গেছে।

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, কিশোর-কিশোরী ক্লাব শুধু নামেই চলছে। এখানে কোনও উপকরণ নেই। তাছাড়া জনপ্রতি ৩০ টাকা হিসাবে ৩০ জনের প্রতি ক্লাসে ৯০০ টাকার পুষ্টিকর নাস্তা দেওয়ার বরাদ্দ রয়েছে। কিন্তু মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম গত ফেব্রুয়ারিতে যোগদানের পর থেকে আড়াই মাস কোনও খাবার দেওয়া হয়নি। এ নিয়ে কথা উঠলে তিনি গত দুই সপ্তাহ ধরে কেন্দ্রপ্রতি ২০০ টাকা করে দিচ্ছেন, যা দিয়ে নামমাত্র নাস্তা দেওয়া হয়। যে কারণে ধীরে ধীরে প্রতিটি কেন্দ্রে কিশোর-কিশোরীর উপস্থিতি কমে গেছে। 

তারা আরও জানান, এর আগে প্রতিটি কেন্দ্রে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ভালো মানের খাবার দেওয়া হতো। মুজিব বর্ষ উদযাপনের কেক কেনার জন্য কেন্দ্রপ্রতি ১ হাজার টাকা বরাদ্দ থাকলেও, দেওয়া হয়েছে ২০০ টাকা ও একটি ছোট ব্যানার। শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রেও গড়িমসি করেন সালমা বেগম। এসব বিষয়ে সংশ্লিষ্টরা তাকে অনেকবার বললেও কর্ণপাত করেননি। উল্টো ‘বেশি কথা বললে চাকরি খেয়ে দেওয়ার’ হুমকি দেন। ক্লাবগুলোর পরিস্থিতি দেখতে তিনি আজও কেন্দ্র পরিদর্শনও করেননি।

কয়েকজন শিক্ষক অভিযোগ করে বলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম গত মঙ্গলবার নিজ অফিসের শিক্ষকদের জরুরি ভিত্তিতে ডাকেন। সেখানে তিনি ‘প্রতিটি কিশোর-কিশোরী ক্লাব সুষ্ঠুভাবে চলছে’ এবং ‘কারও কোনও অভিযোগ নেই’ মর্মে একটি সাদা কাগজে শিক্ষকদের সই দিতে বলেন। সেই সঙ্গে এই প্রকল্পের জেন্ডার প্রমোটর অন্তরা নাজনীনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে শিক্ষকদেরকে সুপারিশ করতে বলেন। কিন্তু শিক্ষকরা তার কোনও কথায় রাজি হননি। এ কারণে প্রত্যেককে অকথ্য ভাষায় গালাগালি করেন। সেই সঙ্গে সবার চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেন। এ অবস্থায় নিরূপায় হয়ে উপস্থিত সাত জন শিক্ষক প্রতিকার চেয়ে সালমা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে সালমা বেগম বলেন, ‘কিশোর-কিশোরী ক্লাবের উপকরণগুলো আমি আসারও বহু আগে থেকে নষ্ট হয়ে আছে। সেগুলো মেরামতের জন্য কোনও বরাদ্দ নেই।’ 

নাস্তায় টাকা কম দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ভ্যাট, আইটি ও এজি অফিসের খরচ বাদে জনপ্রতি সর্বোচ্চ ২১ টাকা করে থাকে। ভালো মানের পুষ্টিকর খাদ্য দিয়ে পরে আমার থেকে টাকা নিয়ে যেতে কেন্দ্রের শিক্ষকদের বলেছি। কিন্তু তারা সেটা ঠিকমতো করছেন না। আমি কোনও অনিয়ম-দুর্নীতি করি না।’

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলবো এবং আগামী মাসিক সভায় বিষয়টি উত্থাপন করবো। অন্যায় করে থাকলে তাকে জবাবদিহি করতে হবে।’

এ বিষয়ে রাজবাড়ী জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক আজমীর হোসেন বলেন, ‘গোয়ালন্দের মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে আমার কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। তবে আমি অন্য মারফত বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে পেরেছি। কিশোর-কিশোরী ক্লাব যথাযথ নিয়ম অনুযায়ী চলবে। কোনও শিশু যাতে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে তদারকি করবো। নষ্ট উপকরণগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। দুই মাস খাবার না দিলে মহিলা বিষয়ক কর্মকর্তাকে সেই টাকা ফেরত দিতে হবে। সাদা কাগজে শিক্ষকদের সই নেওয়াটাও চরম অন্যায়। আমি সরেজমিন এসে সবগুলো বিষয় খতিয়ে দেখবো।’

/এসএইচ/
সম্পর্কিত
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
মৃত ও প্রবাসীর নামে সরকারি অর্থ আত্মসাৎ, নোয়াখালী বিএডিসি কার্যালয়ে দুদকের অভিযান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে