X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ফরিদপুরের ৩ ইউপিতে হেরেছেন নৌকার প্রার্থীরা 

ফরিদপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ২২:১৯আপডেট : ২৭ জুলাই ২০২২, ২২:১৯

ফরিদপুরের মধুখালী উপজেলার তিনটি ইউনিয়নে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। বুধবার (২৭ জুলাই) আড়পাড়া, ডুমাইন ও মেগচামী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়।

উপজেলার আড়পাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী সাদিকুর রহমান সাজ্জাদ (মোটরসাইকেল প্রতীক) দুই হাজার ৭৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বদরুজ্জামান বাবু (ঘোড়া প্রতীক) পেয়েছেন দুই হাজার ২৬৭ ভোট। এছাড়া নৌকা প্রতীকে আরমান হোসেন বাবু পেয়েছেন ২২১ ভোট।

আড়পাড়া ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৩৮১ জন। চেয়ারম্যান পদে ৯, মহিলা সংরক্ষিত সদস্য পদে ১২ এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অপরদিকে ডুমাইন ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী শাহ আসাদুজ্জামান তপন (আনারস প্রতীক) তিন হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী খুরশীদ আলম মাসুম পেয়েছেন তিন হাজার ২৩৬ ভোট।

ডুমাইন ইউনিয়নে মোট ভোটার ৯ হাজার ৪৯ জন। চেয়ারম্যান পদে দুই, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ এবং সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

একই উপজেলার মেগচামী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী মো. সাব্বির উদ্দিন শেখ (চশমা প্রতীক) চার হাজার ৪৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মো. হাসান আলী খাঁন পেয়েছেন দুই হাজার ৬২৮ ভোট।

মেগচামী ইউনিয়নের মোট ভোটার ১১ হাজার ৬১৪ জন, এই ইউনিয়নের চেয়ারম্যান পদে তিন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ এবং সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়া মধুখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে কবির মন্ডল (পাঞ্জাবি প্রতীক) নিয়ে ৮৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা (পানির বোতল) পেয়েছেন ৫২৯ ভোট।

মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম আফজাল হোসেন ভোটের ফলের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।
  

/টিটি/
সম্পর্কিত
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
নির্বাচনের তিন বছর পর কেন্দ্রের পেছনে পাওয়া গেলো নৌকায় সিল মারা ২০০ ব্যালট
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে