X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাসে ধর্ষণের পর টাকা-ফোন কেড়ে নেয় চালক-হেলপাররা

গাজীপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১৯:১৩আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২২:০৬

গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রবিবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় গাজীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ অভিযুক্ত ও নির্যাতনের শিকার নারী জবানবন্দি দেন।

এরআগে, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এএসএম শফিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণের ঘটনার পর পুলিশ ১২ ঘণ্টার ব্যবধানে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত রাকিব মোল্লা (২০) এবং সুমন হাসান (২২) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত, সুুমন খান (২০) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জোবায়দা নাসরিন বর্ণা এবং সজীব (২১) ও শাহীন মিয়া (১৯) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইখলাস উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অন্যদিকে ভিকটিম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলীফা বেগমের আদালতে ঘটনার জবানবন্দি দিয়েছেন। 

স্বামীকে বাস থেকে নামিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ 

এরআগে, নিজ কার্যালয়ে ঘটনার বিষয়ে প্রেস ব্রিফিং করেন এসপি শফিউল্লাহ। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্যাতনের শিকার ওই নারী জানিয়েছেন, নওগাঁ থেকে স্বামীকে নিয়ে একতা পরিবহনের বাসে শনিবার ভোর তিনটার দিকে গাজীপুরের বোগড়া বাইপাস এলাকায় এসে নামেন। সেখান থেকে ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি যাওয়ার জন্য বাস খুঁজছিলেন তারা। তাকওয়া পরিবহনের ওই বাসটির চালক, হেলপার ও কন্ডাক্টর (গাজীপুর-জ-১১-০৩১১) মাস্টারবাড়ি যাওয়ার কথা বলে তাদের গাড়িতে তুলে নেয়। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় গিয়ে ওই নারী ও তার স্বামীকে রেখে সব যাত্রী নামিয়ে দেয়। পরে মাস্টারবাড়ি যাওয়ার পথে মাওনা চৌরাস্তা উড়াল সেতু এলাকায় নারীর স্বামীকে জোরপূর্বক পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়। সেখান থেকে বাস ঘুরিয়ে জয়দেবপুরের দিকে আসার সময় অভিযুক্তরা নারীর সঙ্গে থাকা মোবাইল ফোন, ব্যাগ, নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ভাওয়ালের শালবন রাজেন্দ্রপুর এলাকায় নারীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। 

এসপি এএসএম শফিউল্লাহ বলেন, নারীর স্বামীকে নামিয়ে দেওয়ার পর তিনি শ্রীপুর থানা পুলিশকে ঘটনাটি জানান। এছাড়া নির্যাতনের শিকার নারীকে রাজেন্দ্রপুর এলাকায় নামিয়ে দেওয়ার পর তিনি সড়কে কর্তব্যরত পুলিশকে বিষয়টি জানান। পরে জেলা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের ১২ ঘণ্টার ব্যবধানে গ্রেফতার করে। এ ঘটনায় শ্রীপুর থানায় ভিকটিম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। ভিকটিম নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

 

/টিটি/এমওএফ/ 
সম্পর্কিত
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
চিকিৎসা করাতে ‍এনে কিশোরীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের অভিযোগে সংশোধনাগারে কিশোর
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা