X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মেম্বারের বিরুদ্ধে গারো শিশুকে পিটিয়ে বিয়ে দেওয়ার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, ১৫:২৯আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৫:৩৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিমুলিয়া এলাকায় এক গারো শিশুকে (১৪) অপবাদ দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম শিশুটিকে মারধরের পর জোর করে এক তরুণের সঙ্গে বিয়ে দেন।

গারো শিশুটি স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তাকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী, তার মা ও স্থানীয়রা জানান, গত ২৬ মে বিকালে প্রতিবেশী এক তরুণ শিশুটির বাড়িতে আসেন। এ সময় তার মা বাড়িতে ছিলেন। ওই তরুণের সঙ্গে তার মামা-ভাগনির সম্পর্ক। এ সময় অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার কয়েকজন তাদের বাড়িতে ওঠে। তারা শিশুটিকে মারধর করেন। এরপর ওই তরুণের সঙ্গে জোর করে বিয়ে দিতে বাধ্য করেন। বিয়েতে তরুণ ও শিশুটির পরিবারের কেউ রাজি ছিলেন না। এক পর্যায়ে বিষয়টি মীমাংসার জন্য চাপ দিয়ে ইউপি সদস্য বলেন, এখন ছেলে-মেয়ের বিয়ে দিয়ে দিই, পরে আদালতে বিয়ে নিবন্ধন করা হবে।

শিশুটির বাবা বলেন, ‌‘ঘটনার দিন বাড়িতে ছিলাম না। শুনেছি মেম্বার ডকুমেন্ট করে বিয়ে পড়িয়ে দিয়েছেন। আমাদের হিন্দুদের মধ্যে বিয়ের রীতিনীতি রয়েছে। দুই দিন আমার মেয়ের সঙ্গে থাকার পর ওই ছেলের খোঁজ পাইনি। আমার মেয়ে নাবালিকা। এ ঘটনায় আমার স্ত্রী থানায় অভিযোগ দিয়েছেন। মেম্বারের কাছে বিয়ের ডকুমেন্টের জন্য কয়েকবার স্ত্রীকে পাঠিয়েছি। ডকুমেন্টটি এখনও পাইনি। এরকম অবস্থায় আমাদের খোঁজও নিচ্ছে না কেউ। আমরা গরিব, একদিন মজুরের কাজ না করলে পেতে ভাত জোটে না, কারও বিরুদ্ধে কথা বলবো বা বিচার চাইবো সেই সাহসও পাই না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ‘এসব কাজ কবে থেকে শুরু করেছিস? আরও করবি—এরকম কথা বলে তরুণের পাশে খাটের ওপর বসে থাকা শিশু চুলের মুঠি ধরে লাঠি দিয়ে একের পর আঘাত করছেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। খাট থেকে পড়ে গেলে সেখান থেকে চুল ধরে টেনে তুলে আবার পেটাচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‌‘ভিডিও কে করেছে জানি না। মেয়েটির আগে আরও তিনটি বিয়ে হয়েছে। ঘটনা নিষ্পত্তির ডকুমেন্ট রয়েছে। কে কখন ভিডিও কররো বুঝতে পারিনি। আমি একটি আইডিতে ফুটেজটি দেখেছি।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, অভিযোগ প্রদানের বিষয়টি জানা নেই। খোঁজ নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’