X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রতিবেশীর তোলা দেয়ালে অবরুদ্ধ ৫ পরিবার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ২৩:০২আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২৩:০৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে দেয়াল তুলে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামের প্রভাবশালী আসলাম শেখের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরে জানিয়েও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ করেছেন তারা। 

এ অবস্থায় গত এক বছর ধরে অবরুদ্ধ হয়ে চরম ভোগান্তির মধ্যে রয়েছে পরিবারগুলো। স্কুল-কলেজ ও মাদ্রাসায় যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীরা। বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীরাও পড়েছেন ভোগান্তিতে। 

ভুক্তভোগী লাল্টু সরদার বলেন, ২০০ বছর ধরে পরিবারের সদস্যরা রাস্তাটি ব্যবহার করে আসছি। কিন্তু প্রতিবেশী আসলাম শেখ, লাড্ডু শেখ ও হাসান শেখ ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। 
 
ইটের দেয়ালের পাশাপাশি বাঁশের বেড়া তুলেও চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে সরেজমিনে দেখা গেছে, পাঁচটি পরিবারের বাড়িতে প্রবেশের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর পাশে আসলাম শেখ ইটের দেয়াল তুলে হাঁটার পথও বন্ধ করেছেন। তার পাশে লাড্ডু শেখ টিনের বেড়া দিয়ে বন্ধ করে রেখেছেন। দক্ষিণ ও পশ্চিম পাশে পানি থাকায় যাতায়াতের কোনও ব্যবস্থা নেই।

অবরুদ্ধ পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য ফুলজান বেগম (৭৫) বলেন, এক বছর ধরে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। আমাদের বাড়ি থেকে বের হতে রাস্তার ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি। কিন্তু এখনও কোনও ফল পেলাম না। 

এ বিষয়ে জানতে আসলাম শেখের ফোনে কল দিলে তিনি রাস্তা বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করেন। তিনি অভিযোগ করেন, ‘ওই পরিবারগুলো আমাদের অনেক অত্যাচার করে। গাছের আম নিয়ে যায় এবং পুকুরের মাছ নিয়ে যায়। তাই আমার ছোট ভাই রাগ করে দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।’

সুষ্ঠু সমাধানের আশায় বিভিন্ন দফতরে জানিয়েও ফল পাননি ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নওশের আলী বলেন, ‘পাঁচটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুবই অমানবিক। বিষয়টি সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসা হয়েছিল। কিন্তু কোনও সমাধান হয়নি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি।’

বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে সমাধান করে দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি সমাধান করতে পারেননি। তবে দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা