X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফেসবুক-মোবাইলে প্রেমের সম্পর্ক, বাসায় ডেকে পর্নোগ্রাফি বানিয়ে মুক্তিপণ

গাজীপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ১৭:৫০আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৮:৫০

গাজীপুরের শ্রীপুরে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই নারীসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ফেসবুক ও মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে দেখা করার কথা বলে বাসায় ডেকে পর্নোগ্রাফি তৈরি করে মুক্তিপণ আদায় করতো এই চক্রের সদস্যরা।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের টুটুলের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—চক্রের প্রধান মেহেদী হাসান সঞ্চয়, আবু হানিফ, লিপি আক্তার স্বর্ণা, লাভলী আক্তার, বাদল মিয়া ও গোলাম রাব্বী। তাদের কাছ থেকে অশ্লীল ছবি, সাতটি মোবাইল ফোনসেট, নগদ টাকা ও একটি লোহার পাত উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা মাঈদুল ইসলাম বলেন, ‘সোমবার র‌্যাব ক্যাম্পে এক ব্যক্তি অভিযোগ করেন, তার ভাইকে শ্রীপুরের একটি স্থানে নিয়ে মারধর করে আটকে রেখেছে সংঘবদ্ধ প্রতারক চক্র। চক্রের সদস্যরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অভিযোগ পাওয়ার পর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের টুটুলের বাড়িতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের প্রধান ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করে র‌্যাব।’  

মাঈদুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে প্রতারণা করে আসছিল। চক্রের সদস্য লিপি আক্তার জানায়, ফেসবুক ও অপরিচিত মোবাইল নম্বরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে পরিচিত হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে। এরপর দেখা করার কথা বলে ওই ব্যক্তিকে বাসায় নিয়ে আসে। বাসায় আসার পর ওই ব্যক্তির পর্নোগ্রাফি তৈরি করা হয়। এরপর পর্নোগ্রাফি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।’

কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম আরও বলেন, ‘চক্রের সদস্যরা গত মার্চ মাস থেকে এ পর্যন্ত প্রতি সপ্তাহে একাধিক ব্যক্তিকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে তাদের।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!