X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আমি শেখ হাসিনার কর্মী হিসেবে মৃত্যুবরণ করবো: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৫

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে একটা জনসভা ডেকেছিলাম। অনেকের এটা পছন্দ হয়নি, অনেকে বলে এটা শামীম ওসমানের ডাকে হয়েছে। আমার ডাকে কোনও সময় হয়নি। আমার পরিচয় একটাই, আমি শেখ হাসিনার কর্মী ছিলাম, আছি এবং তার কর্মী হিসেবে মৃত্যুবরণ করবো।’

শনিবার (৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশে হাজার বছরে একটা শেখ মুজিব এসেছেন। আর শত বছরে একটা করে মীরজাফর আর মোশতাক আসে। এখন জেলায় জেলায় পাড়া-মহল্লায় খন্দকার মোশতাক সৃষ্টি হয়ে যায়। তারা আজকে হুঙ্কার দিচ্ছে রাজপথ দখল করবে। এ জন্য নারায়ণগঞ্জের রাজপথে নেমেছিলাম, বলেছিলাম কী করতে চান আপনারা, খেলতে চান আমরা তাহলে খেলার জন্য প্রস্তুত আছি। আমরা খেলবো সকল অশুভ শক্তির বিরুদ্ধে। আমার খেলবো সকল সন্ত্রাসের বিরুদ্ধে- যারা ২০১৩-১৪ সালে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে।’

তিনি বলেন, ‘সামনে প্রচণ্ড আঘাত আসবে। এই আঘাতকে মোকাবিলা করার জন্য দরকার একটি ঐক্যবদ্ধ সুশৃঙ্খল দল। আমরা সবাই মিলে একটা ঐক্যবদ্ধ সোনারগাঁ করবো। প্রয়োজনে আমি প্রতিটা ঘরে ঘরে এসে আপনাদের জন্য কাজ করবো।’

এই সংসদ সদস্য বলেন,  ‘তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে, এই বাংলাদেশকে বাঁচানোর লড়াই। তাই সবার কাছে অনুরোধ জানাতে চাই, আসেন সবাই এক হয়ে কাজ করি। ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত আমরা এক আছি, এক থাকি। কারণ এটা হলো আমাদের বাংলাদেশ বাঁচানোর স্বপ্ন। আর বাংলাদেশকে বাঁচাতে হলে আমার নেত্রী শেখ হাসিনাকে দরকার।’

তিনি বলেন, ‘আমি সেই শামীম ওসমান যার ওপরে ২০০১ সালে বোমা হামলা হয়েছিল। বোমা হামলার পরে যখন আমাদের ২০ জন ছেলে-মেয়ে জীবন দিয়েছিল, তখন আমার জ্ঞান ছিল না। আমার যখন জ্ঞান ফিরলো সাংবাদিকরা বারবার জিজ্ঞাসা করলো কিছু বলবেন কিছু বলবেন। আমি কানে কিছু শুনতে পাচ্ছিলাম না।  নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে যারা মা-বোনের সম্ভ্রম নিয়েছে তাদের প্রবেশ নিষেধ করেছিলাম। এই অপরাধে সেদিন নারায়ণগঞ্জ অফিসে বোম ব্লাস্ট করা হয়েছিল। আমরা সেই আওয়ামী লীগের কর্মী মৃত্যুর মুখে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কিছু বলবেন, সেদিন একটা কথাই বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নবিউল্লাহ হিরু, আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল ক্রান্তি দাসসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
চারদিকে খাই খাই শুরু হয়ে গেছে, মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে: শামীম ওসমান
হাসপাতালে ভর্তি হয়ে দোয়া চাইলেন শামীম ওসমান
শামীম ওসমানের অনুরোধে গান গাইলেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা