X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গ্যাস নেওয়ার সময় কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর দগ্ধ ৫ 

গাজীপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ২৩:০০আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ২৩:০০

গাজীপুর মহানগরের বড়বাড়ী এলাকায় ওহায়েদ ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে সাত জন দগ্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এই ঘটনায় কাভার্ডভ্যানটি পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আল আমীন, সিরাজুল, পারভেজ, আনোয়ারুল, আজিজুল, মিঠু ও অজ্ঞাত একজন।

টঙ্গীর তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মইনুল ইসলাম জানান, তিনি দগ্ধ পাঁচ জনকে চিকিৎসা দিয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করেছেন। এর মধ্যে তিন জন ৮০ ভাগের বেশি এবং বাকি দুজনের মধ্যে একজনের ৬০ ও অপরজন ৪০ ভাগ দগ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই ফিলিং স্টেশন থেকে একটি কাভার্ডভ্যানের ভেতরে থাকা কমপক্ষে পাঁচ ফুট উচ্চতার সিলিন্ডারে গ্যাস ফিলিং করছিল। এই সময় যে সিলিন্ডারে গ্যাস নেওয়া হচ্ছিল ওই সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। মুহূর্তে কাভার্ডভ্যানে আগুন ধরে যায়।

স্থানীয়রা জানান, বাকি সিলিন্ডারগুলো বিস্ফোরণের আশঙ্কায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকা ফাঁকা হয়ে যায়। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করার সময় ওই মহাসড়কে কমপক্ষে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আগুনে দগ্ধ সাত জনকে তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে টঙ্গী থেকে তিনটি ও পরে গাজীপুর একটিসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কাভার্ডভ্যানের ভেতর ১০০টি সিলিন্ডার ছিল। তাৎক্ষণিক দগ্ধদের সংখ্যা, নাম, পরিচয় ও কাভার্ডভ্যানের বিস্তারিত তথ্য সংগ্রহ করা যায়নি। আগুন নেভানোর সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফিলিং স্টেশন এলাকায় নিরাপত্তার স্বার্থে যান ও মানুষের চলাচল নিয়ন্ত্রিত ছিল।

গাজীপুর মহানগরের গাছা থানার ওসি ইব্রাহীম হোসেন জানান, আগুনে আল আমিন, পারভেজ ও অজ্ঞাত একজনসহ তিন জন দগ্ধ হওয়ার খবর পেয়েছেন। তাদেরকে প্রথমে টঙ্গীর তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৩ জন
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা