X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিত্রাংয়ের তাণ্ডবের রাতে গ্যাসের আগুনে দগ্ধ ৪ জন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ১৫:৪৪আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৫:৪৬

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে নারাঙ্গাই এলাকার একটি বাসায় গ্যাস বিস্ফোরণের একই পরিবারের তিন জনসহ চার জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে পৌরসভার ২নং ওয়ার্ডের নারাঙ্গাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দগ্ধরা হলেন- রাশেদ মিয়া (৩৮), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৫) ও শিশু পুত্র রিফাত হোসেন (০৩) এবং কর্মচারী ফারুক মিয়া (৩৭)। এর মধ্যে ফারুক মিয়াকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ও অন্যদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ ফায়ার স্টেশনের লিডার বশির উদ্দিন জানান, সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের  রাশেদ স্ত্রী, ছেলে ও কর্মচারী নিয়ে নারাঙ্গাই এলাকায় একটি পঞ্চম তলা বাসার নিচ তলায় ভাড়া থাকেন। সোমবার রাতে বাসার দরজা জানালা বন্ধ রেখে ও গ্যাসের বার্নার খোলা রেখে ঘুমিয়ে পড়েন। সারা রাত গ্যাসের লাইন চালু ছিল এতে  সারা ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোরের দিকে আগুনের সংস্পর্শে ঘরে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়।

তিনি আরও জানান, ঘরে থাকা রাশেদ মিয়া, সোনিয়া আক্তার, শিশু রিফাত হোসেন ও কর্মচারী ফারুক মিয়া দগ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের কারণে ঘরের জানালা ও একটি দেয়াল ভেঙে পড়ে।

প্রতিবেশী লাবণ্য চৌধুরী বলেন, ভোর ৪টার দিকে একটি বিকট শব্দ হয় ও রাশেদের ঘরে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত তিতাস গ্যাসের  রাইজার বন্ধ করে দেয়। এতে আগুনের পরিমাণ কমে যাওয়ার পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসাধীন ফারুক জানান, ভোর বেলা রাশেদ ও সে ঘুম থেকে ওঠেন। ঘরের মধ্যে গ্যাসের গন্ধ পাওয়া যায়। এ সময় তিনি বাথরুমে যান ও রাশেদ সিগারেট ধরানোর জন্য দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ও ঘরে আগুন ধরে যায়। চিৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার এ কে এম কাজী রাসেল বলেন, মঙ্গলবার গ্যাসে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ চার জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে রাশেদ মিয়া, সোনিয়া আক্তার ও শিশু রিফাত হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপরদিকে আরেক দগ্ধ ফারুক মিয়া মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
বিদ্যুৎ উৎপাদনে দিনে কতটুকু গ্যাস পাওয়া যাবে?
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আতঙ্কে দিন কাটছে কলোনির বাসিন্দাদের
ইভিসি মিটার স্থাপনে কচ্ছপ-গতিও নেই
সর্বশেষ খবর
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ