X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পদ্মার ভাঙনে বিলীন ৫ দোকান

রাজবাড়ী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ১৮:১৩আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৮:১৭

রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট আবারও ভাঙনের কবলে পড়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঘাটের পন্টুন ওপরে উঠে এসেছে। প্রবল ঝড়ে সৃষ্ট ঢেউয়ে নদীর পাড় ঘেঁষে থাকা দুটি হোটেল, তিনটি মুদি দোকান ও একটি নলকূপসহ পাড়ে বাঁধা তিনটি ট্রলার ডুবে গেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সরেজমিন দেখা গেছে, ৫ নম্বর ফেরিঘাটের বেশকিছু অংশ ভেঙে পড়ে আছে। ঘাটে গড়ে ওঠা হোটেল ও মুদি দোকান নদীতে তলিয়ে গেছে। ফেরিঘাটের আর কিছু অংশ ভাঙলে পাকা সড়কও নদীতে চলে যাবে।

নদীতে বিলীন এক হোটেলের মালিক শাহীন শেখ বলেন, ‌‘গভীর রাত পর্যন্ত দোকানে থেকে ঝড়ের গতিবেগ লক্ষ্য করছিলাম। ঝড়ের গতিবেগ বাড়তে বাড়তে নদীতে ঢেউও বেড়ে যায়। এর বিশাল ঢেউ আছড়ে পড়লে মালামাল সরাতে থাকি। প্রচন্ড ঢেউয়ে ভাঙন শুরু হলে হোটেল ফেলে বের হয়ে যাই। তারপর ঝড় কমলে ফিরে এসে দেখি, আমার হোটেলসহ আক্কাছের হোটেল এবং বাবুল, রফিক ও এখলাসের মুদি দোকান, পাড়ে বাঁধা তিটি ট্রলার নেই। পাড়ের কিনারে তাকিয়ে দেখি, পানিতে ভেসে আছে শুকনো বাঁশ, আপেলের গায়ে থাকা প্লাস্টিকের মোড়ক ও পানির বোতল।’

পদ্মার ভাঙনে বিলীন ৫ দোকান

তিনি আরও বলেন, ‘নদীতে আমাদের দোকান-পাট তলিয়ে যাওয়ায় অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হলাম। এখন কী করে দিন চলবে সেটাই ভাবছি। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এমনিতেই ঘাটে নদী পার হতে আসা যানবাহন কমে গেছে। আয়-রোজগার অনেক দিন ধরেই কম। এর ওপর আবার নদীতে দোকান-পাট বিলীন হয়ে আজ নিঃস্ব হয়ে গেলাম। আমাদের দেখার কেউ নেই। আমাদের সবমিলিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, সোমবার রাত থেকেই ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। তীব্র স্রোতে ৫ নম্বর ফেরিঘাটের কিছুটা অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা ৫ নম্বর ঘাটের পন্টুন রক্ষা করতে পেরেছি। বর্তমানে সাতটি ঘাটের মধ্যে চারটি ঘাট সচল রয়েছে।

তিনি আরও জানান, গতকাল বিকাল ৪টা থেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কর্তৃপক্ষের নির্দেশনায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘ ১৭ ঘণ্টা পর আজ সকাল ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ফেরি থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়লো কাভার্ডভ্যান
ড্রেজিংয়ের জন্য আনা ক্রেন ডুবে গেলো নদীতে
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা