X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

একমাত্র মেয়ের মৃত্যুতে প্রাণ দিলেন মা

টাঙ্গাইল প্রতিনিধি
১১ নভেম্বর ২০২২, ১৫:৫৯আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৫:৫৯

টাঙ্গাইলের মির্জাপুরে একমাত্র মেয়ের মৃত্যুর পর লাশ সৎকার করার প্রস্তুতির সময় শোকে আত্মহত্যা করেছেন বাসন্তী বণিক (৫০) নামে এক নারী। শুক্রবার (১১ নভেম্বর) সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

বাসন্তী বণিক ওই গ্রামের প্রাণকৃষ্ণ বণিকের স্ত্রী। এই দম্পতির মেয়ে পূজা বণিক (১৮) কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাসন্তী ও প্রাণকৃষ্ণ দম্পতির একমাত্র সন্তান কলেজছাত্রী পূজা কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তার মৃত্যু হয়। রাতেই তার লাশ বাড়িতে আনা হয়। পরে শুক্রবার সকালে লাশ সৎকার করার প্রস্তুতির জন্য ঘর থেকে বের করে বাইরে রাখা হয়। এ সময় মেয়ের মৃত্যুর শোকে মা সবার অজান্তে ঘরের ভেতরে হেক্সিসল পান করেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসন্তী বণিকের ভাই বিপ্লব কুমার বণিক বলেন, ‘আমার ভাগনি পূজা কিডনিজনিত রোগে আক্রান্ত ছিল। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায়। তার লাশ রাতেই বাড়িতে আনা হয়। এরপর শুক্রবার ভোরে লাশ সৎকারের জন্য ঘর থেকে বাইরে বের করা হয়। মেয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে আমার বোন বাসন্তী বণিক ঘরে থাকা হেক্সিসল পান করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মা ও মেয়ের লাশ একই সময়ে সৎকার করার জন্য প্রস্তুতি চলছে।’

মির্জাপুর থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি খুবই কষ্টদায়ক। মেয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেয়ে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় মৃত বাসন্তী বণিকের ভাই অপমৃত্যুর মামলা করেছেন।’

/এফআর/
সম্পর্কিত
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু
বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৩
সর্বশেষ খবর
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা