X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ১৭:৫৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৭:৫৮

রাজবাড়ীর পাংশায় ককটেল হামলার অভিযোগে করা মামলায় বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চার নেতা হলেন- পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ধুলিয়েট এলাকার উপজেলা বিএনপির কার্যকরী সদস্য মোকারম হোসেনের ছেলে আকরাম হোসেন সুমন, পাট্টা ইউপির পুঁইজোর গ্রামের ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মন্ডলের ছেলে তৌহিদুর রহমান, মাছপাড়া ইউনিয়নের যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক ও কসবামাজাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন বিশ্বাস।

মামলার এজাহারে বলা হয়েছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গত ৩ ডিসেম্বর বিকালে পাংশা উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মারুফের নেতৃত্বে দুই থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি নারায়ণপুর এলাকায় পৌঁছালে মাগুরাডাঙ্গী মহিলা কলেজ রোডের দিক থেকে লাঠিসোঁটা ও ককটেল নিয়ে মিছিলের ওপর হামলা চালিয়ে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এতে রাজিব ও আকমল হোসেন নামে দুজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খাঁন, বিধান কুমার বিশ্বাস লিয়াকত আলীসহ মোট ১৩ জন ও অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেন হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের আবুল হোসেনের ছেলে যুবলীগ কর্মী আকমল হোসেন।

পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান বলেন, যুবলীগ, ছাত্রলীগের মিছিলে ককটেল বিস্ফোরণের মামলায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারদের রাজবাড়ী জেলা আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!