X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলি ছুড়লো পুলিশ

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০১

টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ৩১ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ঘাটাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান। পরে তারা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও কলেজমোড় চত্বরে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন।

তাদের দাবি জামায়াত-বিএনপির সমন্বয়ে অসাংগঠনিকভাবে কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির ২৯ জনই জামায়াত বিএনপি ঘরনার ও অনুপ্রবেশকারী। তারা বর্তমান কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুর বিরুদ্ধে ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, কমিটির পদ বাণিজ্যের অভিযোগ করেন।

পদবঞ্চিতদের ওই কর্মসূচির প্রতিবাদে ঘোষিত নবগঠিত কমিটির নেতাকর্মীরা বিকাল ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে শান্তি সমাবেশের আয়োজন করেন। অপরদিকে, পদবঞ্চিত অংশের নেতাকর্মীরা কলেজমোড় চত্বরে পাল্টা সমাবেশের আয়োজন করেন। দুপক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের দুইপাশে অবস্থান নেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে স্থানীয় প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। দুপক্ষ সড়কে অবস্থানের কারণে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দুপক্ষের দাবি।

নবগঠিত কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু দাবি করেন, দলীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশের আয়োজন করা হয়। শান্তি মিছিল বাসস্ট্যান্ড চত্বরে গেলে সাবেক এমপি আমানুর রহমান খান রানার অনুসারীরা নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে পাঁচ জন নেতাকর্মী গুরুতর আহত হন।

পদবঞ্চিত নেতাকর্মীদের পক্ষে আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান দাবি করেন, বর্তমান কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু তৃণমূলের নিবেদিত নেতাকর্মীদের বাদ দিয়ে পদ বাণিজ্যের মাধ্যমে জামায়াত-বিএনপির লোক নিয়ে কমিটি গঠন করেছেন। তৃণমূলের নেতাকর্মীরা এই কমিটি মানে না। যে পর্যন্ত এই কমিটি বাতিল না করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ ছয় রাউন্ড টিয়ারশেল ও শর্টগানের ৩১ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের সঙ্গে জামায়াতেরও বিচার চায় বাসদ
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
সর্বশেষ খবর
কাশ্মীর বিরোধ সমাধানে কাজ করতে চান ট্রাম্প
কাশ্মীর বিরোধ সমাধানে কাজ করতে চান ট্রাম্প
গরমে শরীর ঠান্ডা রাখবে এই ১০ খাবার
গরমে শরীর ঠান্ডা রাখবে এই ১০ খাবার
আ.লীগের সঙ্গে জামায়াতেরও বিচার চায় বাসদ
আ.লীগের সঙ্গে জামায়াতেরও বিচার চায় বাসদ
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ দিবস উদযাপনবাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে