X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাঁচ কর্মকর্তা মিলে আত্মসাৎ করেছেন ব্যাংকের এক কোটি ৬০ লাখ টাকা

গাজীপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০২৩, ২১:৩৫আপডেট : ২৭ মার্চ ২০২৩, ২১:৩৫

প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের এক কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকা অত্মসাতের অভিযোগে এনসিসি ব্যাংক নরসিংদী শাখার সাবেক ব্যবস্থাপকসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৭ মার্চ) দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলা রেকর্ড করেছেন কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুজ্জামান।

মামলার আসামিরা হলেন- নরসিংদীর মাধবদী উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ও এনসিসি ব্যাংক নরসিংদী শাখার সাবেক ব্যবস্থাপক নাসিরুদ্দিন আহমদ, শরীয়তপুর সদরের রথখোলা গ্রামের মোতাহার হোসেনের ছেলে ও ওই শাখার সাবেক উপ-ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) ফরহাদ হোসেন, ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াপুর গ্রামের বজলের রহমানের ছেলে ও শাখার সাবেক নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম (বর্তমানে-মাধবদী শাখায় কর্মরত), গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের লাইচ উদ্দিনের ছেলে ও শাখার সাবেক কম্পিউটার অপারেটর সাইফুর রহমান এবং নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও একই শাখার সাবেক কর্মকর্তা নাজমুল ইসলাম (বর্তমানে নারায়ণগঞ্জ শাখায় কর্মরত)।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপ-পরিচালক মোজাহার আলী জানান, ওই আসামিরা একে অপরের সহায়তায় প্রতারণা, জাল-জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে এক কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

তিনি বলেন, অভিযোগের পর দুদকের নির্দেশনায় অনুসন্ধানকালে পাওয়া রেকর্ডপত্র ও সংশ্লিষ্টদের বক্তব্যসহ সার্বিক পর্যালোচনায় দেখা যায়, ২০১৭ জানুয়ারি থেকে ২০১৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এনসিসি ব্যাংক লিমিটেড, নরসিংদী শাখার তৎকালীন ব্যবস্থাপক নাসিরুদ্দিন আহমদ, উপ-ব্যবস্থাপক ফরহাদ হোসেন ও কম্পিউটার অপারেটর সাইফুর রহমান শাখায় বিভিন্ন গ্রাহকের নামে পরিচালিত বিশেষ সঞ্চয়ী হিসাব বা তাদের অজ্ঞাতসারে অন্যান্য গ্রাহকের হিসাব সংযুক্ত করে অথবা ভুয়া মেয়াদী আমানত জামানত দেখিয়ে ঋণ হিসাব খোলেন অথবা প্রকৃত ঋণ হিসাব সমন্বয় করার পরও হিসাবটি বন্ধ না করে সচল রেখে ভুয়া এসওডি ঋণের লিমিট মঞ্জুর দেখান। এরপর মঞ্জুরিপত্র প্রস্তুত, এমনকি মঞ্জুরিপত্র ছাড়াই শাখা ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক, নির্বাহী কর্মকর্তা ও কর্মকর্তা নাজমুল ইসলাম গ্রাহকের নামে অথবা অন্যকোনও ব্যক্তির নামে ২৫ ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মোট এক কোটি ৬০ লাখ ৮৮ লাখ টাকার ৫১টি পে-অর্ডার ইস্যু করেন। 

দুদকের এই কর্মকর্তা আরও জানান, অর্থ আত্মসাতের অসৎ উদ্দেশ্যে ব্যাংক ব্যবস্থাপক ও উপ-ব্যবস্থাপক উল্লেখিত পে-অর্ডারগুলো অ্যাকাউন্টে জমা বাতিল করে ক্যাশে পরিশোধের ব্যবস্থা করেন। সেটি কম্পিউটার অপারেটর সাইফুর রহমানের কাছে দেন। এতে আসামি সাইফুর রহমান, কর্মকর্তা নাজমুল ইসলাম পে-অর্ডারের স্বাক্ষর যাচাইপূর্বক স্বাক্ষর দিয়ে ব্যাংক ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক ও নির্বাহী কর্মকর্তার কাছে পে-অর্ডারগুলো নগদায়নের নিমিত্তে দিলে তারা পে-অর্ডার নগদ পরিশোধের জন্য পাস করে আবারও কম্পিউটার অপারেটরের কাছে দেন। কম্পিউটার অপারেটর পে-অর্ডারের অপর পৃষ্ঠায় নিজেই বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর জাল করে ক্যাশ থেকে নগদে এক কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।

/এফআর/
সম্পর্কিত
রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগবিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক
কার পকেটে গেলো রেলওয়ের ৯৭ লাখ টাকা?
নিয়ম ভঙ্গ করে ওয়াসার প্রকল্প পরিচালক নিয়োগ
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা