X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

পাঁচ কর্মকর্তা মিলে আত্মসাৎ করেছেন ব্যাংকের এক কোটি ৬০ লাখ টাকা

গাজীপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০২৩, ২১:৩৫আপডেট : ২৭ মার্চ ২০২৩, ২১:৩৫

প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের এক কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকা অত্মসাতের অভিযোগে এনসিসি ব্যাংক নরসিংদী শাখার সাবেক ব্যবস্থাপকসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৭ মার্চ) দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলা রেকর্ড করেছেন কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুজ্জামান।

মামলার আসামিরা হলেন- নরসিংদীর মাধবদী উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ও এনসিসি ব্যাংক নরসিংদী শাখার সাবেক ব্যবস্থাপক নাসিরুদ্দিন আহমদ, শরীয়তপুর সদরের রথখোলা গ্রামের মোতাহার হোসেনের ছেলে ও ওই শাখার সাবেক উপ-ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) ফরহাদ হোসেন, ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াপুর গ্রামের বজলের রহমানের ছেলে ও শাখার সাবেক নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম (বর্তমানে-মাধবদী শাখায় কর্মরত), গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের লাইচ উদ্দিনের ছেলে ও শাখার সাবেক কম্পিউটার অপারেটর সাইফুর রহমান এবং নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও একই শাখার সাবেক কর্মকর্তা নাজমুল ইসলাম (বর্তমানে নারায়ণগঞ্জ শাখায় কর্মরত)।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপ-পরিচালক মোজাহার আলী জানান, ওই আসামিরা একে অপরের সহায়তায় প্রতারণা, জাল-জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে এক কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

তিনি বলেন, অভিযোগের পর দুদকের নির্দেশনায় অনুসন্ধানকালে পাওয়া রেকর্ডপত্র ও সংশ্লিষ্টদের বক্তব্যসহ সার্বিক পর্যালোচনায় দেখা যায়, ২০১৭ জানুয়ারি থেকে ২০১৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এনসিসি ব্যাংক লিমিটেড, নরসিংদী শাখার তৎকালীন ব্যবস্থাপক নাসিরুদ্দিন আহমদ, উপ-ব্যবস্থাপক ফরহাদ হোসেন ও কম্পিউটার অপারেটর সাইফুর রহমান শাখায় বিভিন্ন গ্রাহকের নামে পরিচালিত বিশেষ সঞ্চয়ী হিসাব বা তাদের অজ্ঞাতসারে অন্যান্য গ্রাহকের হিসাব সংযুক্ত করে অথবা ভুয়া মেয়াদী আমানত জামানত দেখিয়ে ঋণ হিসাব খোলেন অথবা প্রকৃত ঋণ হিসাব সমন্বয় করার পরও হিসাবটি বন্ধ না করে সচল রেখে ভুয়া এসওডি ঋণের লিমিট মঞ্জুর দেখান। এরপর মঞ্জুরিপত্র প্রস্তুত, এমনকি মঞ্জুরিপত্র ছাড়াই শাখা ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক, নির্বাহী কর্মকর্তা ও কর্মকর্তা নাজমুল ইসলাম গ্রাহকের নামে অথবা অন্যকোনও ব্যক্তির নামে ২৫ ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মোট এক কোটি ৬০ লাখ ৮৮ লাখ টাকার ৫১টি পে-অর্ডার ইস্যু করেন। 

দুদকের এই কর্মকর্তা আরও জানান, অর্থ আত্মসাতের অসৎ উদ্দেশ্যে ব্যাংক ব্যবস্থাপক ও উপ-ব্যবস্থাপক উল্লেখিত পে-অর্ডারগুলো অ্যাকাউন্টে জমা বাতিল করে ক্যাশে পরিশোধের ব্যবস্থা করেন। সেটি কম্পিউটার অপারেটর সাইফুর রহমানের কাছে দেন। এতে আসামি সাইফুর রহমান, কর্মকর্তা নাজমুল ইসলাম পে-অর্ডারের স্বাক্ষর যাচাইপূর্বক স্বাক্ষর দিয়ে ব্যাংক ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক ও নির্বাহী কর্মকর্তার কাছে পে-অর্ডারগুলো নগদায়নের নিমিত্তে দিলে তারা পে-অর্ডার নগদ পরিশোধের জন্য পাস করে আবারও কম্পিউটার অপারেটরের কাছে দেন। কম্পিউটার অপারেটর পে-অর্ডারের অপর পৃষ্ঠায় নিজেই বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর জাল করে ক্যাশ থেকে নগদে এক কোটি ৬০ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।

/এফআর/
সম্পর্কিত
বিজিবির সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ
টিউলিপ সিদ্দিককে দুদকে তলব
স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য কিরণের বিরুদ্ধে দুদকের ২ মামলা
সর্বশেষ খবর
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ