X
শনিবার, ২৮ জুন ২০২৫
১৪ আষাঢ় ১৪৩২

বক্তব্য দেওয়ার সময় মঞ্চে লুটিয়ে পড়লেন জাকের পার্টির চেয়ারম্যান

ফরিদপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০০

জাকের পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কর্মী সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। কথা বলছিলেন ইসলাম এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চের ওপর লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে করে বিশ্রামাগারে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার ভক্ত ও সমর্থকরা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পৌনে ১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি জাকের মঞ্জিলের পাশের স্পিনিং মিলের মাঠে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাকে গাড়িতে করে স্পিনিং মিলের বিশ্রামাগারে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন জাকের পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শামীম হায়দার।

তিনি বলেন, ‘একজন চিকিৎসক মোস্তফা আমীর ফয়সলের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করছেন। শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে পাঠানো হবে। বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে জ্ঞান হারিয়েছেন তিনি, এখন কিছুটা সুস্থ আছেন।’

অসুস্থ হওয়ার আগে বক্তব্যকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন ফয়সল

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। দুপুর ১২টার দিকে মঞ্চে ওঠেন তিনি। পরে জাতীয় সংগীত ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টা ১৮ মিনিটের দিকে তিনি বক্তৃতা শুরু করেন পার্টির চেয়ারম্যান। প্রায় আধঘণ্টা বক্তৃতা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাকে মঞ্জিলের পাশের বিশ্রামাগারে নেওয়া হয়।

অসুস্থ হওয়ার আগে বক্তব্যকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন ফয়সল। তিনি বলেন, ‘অন্য দলের রাজনীতি আর আমাদের রাজনীতি এক নয়। তাদের রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং গরিবের রক্ত চুষে খাওয়া। কিন্তু আমাদের উদ্দেশ্যে হচ্ছে দেশের মানুষকে মুক্তি দেওয়া।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দিনের ভোট আর রাতে নিতে দেওয়া যাবে না। স্বচ্ছ নির্বাচন দিতে হবে। এবার রক্তপাত আর ষড়যন্ত্র নয়; কারণ ষড়যন্ত্র করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি এয়ারক্র্যাফট, যাচ্ছেও ২টি
বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি এয়ারক্র্যাফট, যাচ্ছেও ২টি
ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা
ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা
হ্যাজেলউডের বলে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে অস্ট্রেলিয়ার জয়
হ্যাজেলউডের বলে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে অস্ট্রেলিয়ার জয়
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ
সর্বাধিক পঠিত
ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, হবে জুলাই স্মরণে ‘গণমিনার’
ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, হবে জুলাই স্মরণে ‘গণমিনার’
বিরোধীদের নিষিদ্ধ করা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ নয়: দ্য ইকোনমিস্ট
বিরোধীদের নিষিদ্ধ করা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ নয়: দ্য ইকোনমিস্ট
যমুনা সেতু থেকে সরিয়ে ফেলা হচ্ছে রেলপথ
যমুনা সেতু থেকে সরিয়ে ফেলা হচ্ছে রেলপথ
খিলক্ষেতে মণ্ডপ উচ্ছেদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
খিলক্ষেতে মণ্ডপ উচ্ছেদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলো বাস, একজন নিহত
মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলো বাস, একজন নিহত