X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

কিশোরগঞ্জে ‍পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ১২:৪৫আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৬:৪৫

সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে ২ জন নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ১৫ পুলিশসহ অন্তত অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। কুলিয়ারচর থানার ছয়সুতি বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১টায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ঘটনাস্থল থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় পুলিশ একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বিএনপি নেতার দাবি, নিহতরা হলেন ছয়সুতি ইউনিয়নের কাওসার মিয়ার ছেলে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ (২০) ও একই ইউনিয়নের মাধবদী এলাকার কাজল মিয়ার ছেলে কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া (৩০)।

পুলিশের অবস্থান

তিনি বলেন, ‘তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের জন্য সকাল ৯টার দিকে কুলিয়ারচর ছয়সুতি এলাকায় ভৈরব আঞ্চলিক সড়কে অবস্থান নেয় বিএনপি-জামায়াতের নেতারা। এ সময় পুলিশ আমাদের বাধা দেয়। এরপর সড়কে মিছিল শুরু হলে পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এতে সংঘর্ষের ঘটনা ঘটে।’

এ ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, অবরোধকারীরা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করলে পুলিশ তাদের সরানোর চেষ্টা করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে ‍পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ওসিসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ছয়সুতি ইউনিয়নের কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়ার মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
মির্জা ফখরুলের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎবিনিয়োগের জন্য রাশিয়ার যথেষ্ট আগ্রহ রয়েছে: আমির খসরু
ডিএমপির প্রসিকিশন বিভাগের দুর্নীতি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্তের নির্দেশ
অন্তর্বর্তী সরকার কোনও দিন স্থায়ী হতে পারে না: মঈন খান
সর্বশেষ খবর
গ্লেন ম্যাক্সওয়েলের বদলি পেয়ে গেছে পাঞ্জাব
গ্লেন ম্যাক্সওয়েলের বদলি পেয়ে গেছে পাঞ্জাব
‘স্বাধীন সাংবাদিকতায় আজও বৈরী পরিবেশে টিকে থাকার লড়াই চলছে’
‘স্বাধীন সাংবাদিকতায় আজও বৈরী পরিবেশে টিকে থাকার লড়াই চলছে’
যেসব বিষয়ে ঐকমত্য, কেবল সেগুলোতেই জাতীয় সনদ: আলী রীয়াজ
যেসব বিষয়ে ঐকমত্য, কেবল সেগুলোতেই জাতীয় সনদ: আলী রীয়াজ
উ. কোরীয় সাঁজোয়া যানের বিকাশের উচ্চকিত প্রশংসা করলেন কিম
উ. কোরীয় সাঁজোয়া যানের বিকাশের উচ্চকিত প্রশংসা করলেন কিম
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না: সামিত সোম 
হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না: সামিত সোম