X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘প্রস্তুত নই’ বলে শামীম ওসমানের আসনে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৩, ২১:২৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৬

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও প্রার্থী ছালাউদ্দিন খোকা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে তিনি এই প্রত্যাহারের লিখিত আবেদন জমা দেন।

এ ছাড়া বাকি ৪টি আসনে আরও চার জন মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রত্যাহারের লিখিত আবেদনে ছালাউদ্দিন খোকা উল্লেখ করেন, ‘বর্তমানে আমি পারিবারিক ও ব্যক্তিগত কারণে নির্বাচন করতে প্রস্তুত নই বিধায় আমার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে ছালাউদ্দিন খোকা বলেন, ‘ব্যক্তিগত কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। দল থেকে আমাকে প্রত্যাহার করতে বলেনি।’

জেলা নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসন ছাড়াও জেলার বাকি ৪টি আসনে আরও চার জন মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। তারা হলেন নারায়ণগঞ্জ-৫ আসনে জাকের পার্টির মোর্শেদ হাসান এবং নারায়ণগঞ্জ-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থী এরফান হোসেন, রুবিয়া সুলতানা ও মারুফুল ইসলাম ঝলক।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সব আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামীকাল থেকে সব প্রার্থী নির্বাচনি আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাতে পারবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ৪‌ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৩৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে নারায়ণগঞ্জ-২ আসন থেকে আরও একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সেখান থেকে জেলার পাঁচটি আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
চারদিকে খাই খাই শুরু হয়ে গেছে, মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে: শামীম ওসমান
সর্বশেষ খবর
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ