X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

স্বতন্ত্র প্রার্থীর আবেদনের পর কালকিনি থানার ওসিকে প্রত্যাহার

মাদারীপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ২২:১০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ২২:১০

মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের আবেদনের পর কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসানকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান। তিনি বলেন, ‘কালকিনি থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ এসেছে। স্বতন্ত্র প্রার্থীর আবেদনের ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।’

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘নতুন ওসি হিসেবে কালকিনি থানায় আসবেন সরকার আব্দুল্লাহ আল মামুন। তিনি সোমবার যোগ দেবেন। এতদিন পুলিশ পরিদর্শক হিসেবে ঢাকা জেলায় ছিলেন।’

পুলিশ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক এসকেন্দার খাঁকে (৫৬) কুপিয়ে হত্যার ঘটনায় কোনও ব্যবস্থা না নেওয়ায় ওসি নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

তাহমিনার অভিযোগ, এসকেন্দার খাঁ আমার কর্মী ছিলেন। আমার মিছিলে যাওয়ায় এই আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপের সমর্থকরা গত শনিবার তাকে কুপিয়ে হত্যা করেছেন।

নিহত এসকেন্দার খাঁ লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটাবালি এলাকার মৃত আমির হোসেন খাঁর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে সদস্য পদে ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর ইউনিয়নে ঈগলের মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন তাহমিনার সমর্থক এসকেন্দার। মিছিলটি কিছুদূর গেলে নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপের কর্মী ও লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারীর নেতৃত্বে হাতবোমার বিস্ফোরণ ঘটনা হয়। এতে কয়েকজন আহত হন। এ ঘটনায় ফজলুল হকসহ ৫৭ জনের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করা হয়। 

এর জেরে গত শনিবার ভোরে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হলে এসকেন্দারের ওপর হামলা চালান  ফজলুল হকের সমর্থকরা। তারা এসকেন্দারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। সেইসঙ্গে পায়ের রগ কেটে দেন। এতে বাধা দিতে এলে এসকেন্দারের চাচাচো ভাই আবুবক্কর খাঁকে কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান হামলাকারীরা। আহত দুই জনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর ১২টার দিকে মারা যান এসকেন্দার।

পরপর দুটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখে কালকিনি থানার ওসির প্রত্যাহার চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। একইসঙ্গে অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে নির্বাচন কমিশন। সত্যতা পাওয়ায় ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

মাদারীপুর-৩ আসনে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী তাহমিনা কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য। আবদুস সোবহান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি একাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে প্রথমবার সংসদ সদস্য হন। বাকি ছয় জন হলেন স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, তৃণমূল বিএনপির প্রার্থী প্রবীণ হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নিতাই চক্রবর্তী, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস, জাতীয় পার্টির প্রার্থী মো. আবদুল খালেক এবং জাকের পার্টির প্রার্থী ইকবাল হোসেন। 

/এএম/
সম্পর্কিত
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ