X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নষ্ট খাবার ফেরত দেওয়ায় ট্রাফিক পরিদর্শকের ওপর হামলা, গ্রেফতার ৬

গাজীপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৮

গাজীপুরের কালিয়াকৈরে ‘নষ্ট খাবার ফেরত দেওয়ায়’ ট্রাফিক পুলিশের এক পরিদর্শকের ওপর হোটেল মালিকের ছেলে ও কর্মচারীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। আহত ট্রাফিক পরিদর্শকের নাম মো. মেহেদী হাসান (৪২)। তিনি গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক। তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা করেছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর বাজার এলাকায় একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন মেহেদী হাসান। গতকাল তার বাড়িতে কেউ না থাকায় দায়িত্ব পালন শেষে রাত ১০টার দিকে বাজারের ইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান। এ সময় তিনি ইউনিফর্ম পরা ছিলেন না। রাতের খাবারের জন্য তার সামনে রুটি, ডাল ও হালিম পরিবেশন করা হয়। ডাল ও হালিম থেকে দুর্গন্ধ বের হওয়ায় সেগুলো ফেরত দেন। খাবার শেষে ক্যাশ কাউন্টারে থাকা হোটেল মালিকের ছেলে অলিউল্লাহ ওরফে শান্ত হালিম ও ডালের জন্য তার কাছে বিল দাবি করেন। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অলিউল্লাহ কাচের গ্লাসের কিছু অংশ ভেঙে মেহেদী হাসানের মুখে আঘাত করেন। এ সময়ে হোটেলের কর্মচারীরাও তাকে মারধর শুরু করেন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে হোটেল মালিকের জামাতা সাইফুল্লাহ সুমন, কর্মচারী মমিনুল ইসলাম, শাফায়াত হোসেন, আবদুল রাজ্জাক, জাহিদ হোসেন ও রাকিবকে গ্রেফতার করে। তবে ঘটনার মূল অভিযুক্ত অলিউল্লাহ পালিয়ে গেছেন।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি আবুল ফজল মো. নাসিম বলেন, ‘এ ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করেছেন। অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। তবে ঘটনার মূলহোতা হোটেল মালিকের ছেলে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
সর্বশেষ খবর
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা