X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতনে মৃত্যুর অভিযোগ

‘বাবা জীবনেও আর মারামারি করবো না, আমারে এখান থেকে নিয়া যাও’

গাজীপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫২

‘বাবা আমি জীবনেও আর মারামারি ও খারাপ কাজ করবো না। তুমি আমারে এখান থেকে নিয়া যাও। ওরা আমাকে দিয়ে বাথরুম ও থালাবাসন ধোয়ায়। না ধুইলে অনেক মারধর করে।’ 

আট দিন আগে স্ত্রী ইয়াসমিন বেগমকে সঙ্গে নিয়ে রফিক আহমেদ গাজীপুরের টঙ্গীর ‌শিশু উন্নয়ন কেন্দ্রে গেলে এমন আকুতি জানায় তাদের আদরের সন্তান। বাবা-মাকে দেখে কান্না করতে করতে বাড়ি নিয়ে যাওয়ার অনুরোধ জানায় কিশোর মারুফ আহমেদ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় এই কিশোর। এর আগে গত শনিবার অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টঙ্গীর ‌শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) কর্মকর্তাদের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন বাবা-মা।

মারুফ আহমেদ (১৬) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম গ্রামের রফিক আহমেদের ছেলে। বাবার অভিযোগ, শিশু কেন্দ্রের ভেতরে নির্যাতনের কারণে ছেলের হয়েছে। মারধরে অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করেন শিশু কেন্দ্রের কর্মকর্তারা। পরে বাবাকে খবর দেওয়া হয়। বুধবার সকালে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মারুফের মৃত্যু হয়।

বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন রাজধানীর শাহবাগ থানার এসআই সানারুল হক।  

মারুফের চাচা সাইফুল ইসলাম জানান, তাদের বাড়ি অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম গ্রামে। মারুফ বাবা-মায়ের সঙ্গে রাজধানীর খিলক্ষেত দর্জিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতো। কিছুদিন মাদ্রাসায় লেখাপড়া করলেও পরে ছেড়ে দিয়ে দিনমজুরির কাজ করে। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিল।

বাবা রফিক আহমেদ বলেন, ‘গত ২৭ জানুয়ারি খিলক্ষেত এলাকায় এক ঝালমুড়ি বিক্রেতার সঙ্গে কয়েকজন ছেলের ঝগড়া হয়। সেখানে মারুফ দাঁড়িয়ে ছিল। ওই সময় খিলক্ষেত থানা পুলিশ দুই ছেলের সঙ্গে মারুফকে ধরে নিয়ে যায়। ২৮ জানুয়ারি আদালতে চালান দেয়। খবর পেয়ে থানায় গিয়ে জানতে পারি, মারুফের নামে ডাকাতির মামলা হয়েছে। আদালত থেকে তাকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।’

আট দিন আগে মারুফের মাকে নিয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে ছেলের সঙ্গে দেখা করতে যাই জানিয়ে এই বাবা বলেন, ‘তখন মারুফ কান্না করে বলেছিল, বাবা জীবনেও আর মারামারি ও খারাপ কাজ করবো না। আমারে এখান থেকে নিয়া যাও। ওরা আমাকে দিয়ে বাথরুম, থালাবাসন ধোয়ায়। না ধুইলে অনেক মারধর করে। কিন্তু থানা পুলিশ ও দায়িত্বশীলদের অনেক অনুরোধ করেও ছেলেকে ছাড়াতে পারিনি।’

শিশু উন্নয়ন কেন্দ্র থেকে গত ১২ ফেব্রুয়ারি ফোন করে আমাকে জানানো হয় মারুফ অসুস্থ উল্লেখ করে রফিক আহমেদ বলেন, ‘পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখি ছেলে অচেতন অবস্থায় পড়ে আছে। কোনও কথা বলতে পারিনি। তার শরীর, হাতের কনুই এবং পিঠের বিভিন্ন জায়গায় আঘাত দেখেছি। আমার ছেলেরে ওরা মারধর করেছে। ভয়াবহ নির্যাতনের কারণে মৃত্যু হয়েছে। আমি ছেলের মৃত্যুর বিচার চাই।’

শাহবাগ থানার এসআই সানারুল হক বলেন, ‘ওই কিশোরের ডান চোখের পাশে কালো দাগ ছিল। ডান ও বাঁ হাতের কনুই থেঁতলানো ছিল, দুই পায়ের বিভিন্ন স্থানে আঘাত ছিল। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

প্রাথমিক তদন্তে সুরতহাল প্রতিবেদনে এসআই উল্লেখ করেন, টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেনের অপমৃত্যুর মামলার এজাহার থেকে জানা যায়, খিলক্ষেত থানার ২৯(১)২৪, ২৮/১/২৪ নম্বর মামলার আসামি এই কিশোর। গত ১০ ফেব্রুয়ারি দুপুরে শিশু উন্নয়ন কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে গাজীপুর আহসানউল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টায় মারুফ মারা যায়।

এ ব্যাপারে জানতে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেনকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। 

 

/এএম/এফআর/
সম্পর্কিত
তেঁতুলের কথা বলে শিশুকে ধর্ষণ শেষে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
ফের জামিন নামঞ্জুর ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর
গৃহপরিচারিকার মৃত্যু: সাংবাদিক আশফাকুলকে অপসারণের দাবি
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই