X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৪, ১০:০৩আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১০:০৩

গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে একজন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামে অপরজন নিহত হন। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিও হত্যার আগের অন্যটিতে পিটিয়ে হত্যার দৃশ্য।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের এক কৃষকের বাড়িতে অজ্ঞাত কিছু লোক গরু চুরির উদ্দেশে প্রবেশ করেন। এ সময় কৃষক বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। এতে এলাকাবাসী জড়ো হন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে একজনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরেকজন দৌড়ে পাশের বড়িবাড়ি গ্রামে ধান ক্ষেতে গিয়ে লুকিয়ে থাকেন। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে ধান ক্ষেত থেকে খুঁজে বের করে এনে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের আগের ভিডিওতে দেখা যায়, নীল রঙের প্যান্ট শার্ট পরিহিত এক যুবক গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় মাটিতে বসে আছেন। চারপাশে উত্তেজিত মানুষজন তাকে গালাগাল করছেন। তাদের অনেকের হাতে লাঠি। এ সময় আহত ওই যুবককে জেরাও করা হচ্ছে। একজনকে বলতে শোনা যায়, সত্যি কথা বল। তোর সঙ্গের একজনকে মেরে ফেলা হয়েছে। মরার আগে সত্যি কথা বল। আরেকজনকে বলতে শোনা যায়, গরু কি তোর বাপের টাকায় কেনা?

উত্তেজিত আরেক ব্যক্তি কেন এসেছে এমন প্রশ্নে যুবক বলেন, এখানে নদীর পাড়ে কারো সঙ্গে মারামারি করার জন্য তাকে আনা হয়েছে। নাম জিজ্ঞেস করলে হৃদয় বলে জানান। এ সময় ওই যুবক নিজেকে নির্দোষ প্রমাণের জন্য এক মেম্বারের নামও বলেন। তবে চিল্লাচিল্লির শব্দে নামটি বোঝা যায়নি। অপর ভিডিওতে উত্তেজিত জনতা ওই যুবককে লাঠি দিয়ে পেটাচ্ছেন।

সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ বলেন, সম্প্রতি গ্রামে গরু চুরি বেড়েছে। সাধারণ মানুষ ও কৃষক তাদের গরু গোয়াল ঘরে রেখে রাতে ঘুমাতে পারছেন না। গরু চুরি রোধে এলাকাবাসী মিলে পাহারা বসিয়েছিলেন। চোরের দল পিকআপ নিয়ে এসে গরু চুরি করে নিয়ে যায়। গ্রামবাসীর সন্দেহ হলে দুই জনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে নামিলা গ্রামে একজন এবং পাশের বড়িবাড়ি গ্রামের ধান ক্ষেতে অপরজন নিহত হন। খবর পেয়ে আমি পরে ঘটনাস্থলে যাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ভিডিও দেখিনি। প্রতিদিনই গ্রামের কোনও না কোনও কৃষকের বাড়িতে গরু চুরি হচ্ছে। এতে গ্রামবাসী ক্ষিপ্ত।

কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া জানান, সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের মোসলেমের বাড়িতে গরু চুরি করতে গেলে টের পেয়ে এলাকাবাসী দুই জনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
হবিগঞ্জে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
পাবনায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
দিনের বেলায় ব্যাংকে চুরি, চোরদের পিটুনি দিয়ে পুলিশে
সর্বশেষ খবর
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই