X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সরকারি ‘চাকরির সার্কুলার’ এলেই সরব হয় চক্রটি, হাতিয়ে নেয় লাখ লাখ টাকা

রাজবাড়ী প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৪, ১৭:১০আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৭:১৪

প্রাথমিক শিক্ষক নিয়োগসহ সরকারি বিভিন্ন দফতরে চাকরির কথা বলে চেক, স্ট্যাম্প নিয়ে প্রতারণা করতে গিয়ে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়েছে প্রতারক চক্রের এক সদস্য। রবিবার (৩১ মার্চ) দুপুরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান।

আটক প্রতারকের নাম মো. আলী রেজা সুমন (৩৮)। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডোমাইন ৭ নম্বর ওয়ার্ডের নিশ্চিতপুর গ্রামের মো. এবাদত হোসেন মোল্লার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জেলার বালিয়াকান্দি উপজেলার সোনালী ব্যাংকের সামনে থেকে আলামতসহ হাতেনাতে আটক করে প্রতারক চক্রের এক সদস্যকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে প্রতিটি সরকারি দফতরে চাকরির সার্কুলার এলেই সরব হয় চক্রটি। নেমে পড়ে প্রার্থী জোগাড়ে। সম্প্রতি শেষ হয়ে যাওয়া পুলিশ কনস্টেবল এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় তারা বিভিন্ন প্রার্থী জোগাড় করে। চক্রটি প্রার্থীদের আশ্বাস দিতো চাকরি হওয়ার পর টাকা দিতে। কিন্তু সিকিউরিটি বাবদ দিতে হতো ১৪ লাখ টাকার চেক, স্ট্যাম্প ও শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ। এক্ষেত্রে মেধা ও যোগ্যতায় যাদের চাকরি হয় তাদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। আর যাদের চাকরি হয় না তাদের চেক, স্ট্যাম্প দিয়ে শুরু করে নতুন প্রতারণা।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি এরকম প্রতারণা করে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় প্রতারক চক্রের সদস্যের কাছ থেকে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার ১৪ লাখ টাকার তিনটি চেক, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম কার্ড, বিভিন্ন চাকরিপ্রার্থীর জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন
সর্বশেষ খবর
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
ভাড়া বাসা থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
ভাড়া বাসা থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ