X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সড়ক বন্ধ করে বসেছে কোরবানির পশুর হাট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ জুন ২০২৪, ১৮:৩৬আপডেট : ১৬ জুন ২০২৪, ১৮:৩৬

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে জনগুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ করে কোরবানির পশুর হাটের কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে কয়েকজন যাত্রী ও চালক অভিযোগ করেছেন। হাটের লোকজন লাঠিসোঁটা হাতে যানবাহনের গতিরোধ করছেন বলে জানিয়েছেন তারা।  

রবিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে মুক্তারপুর সেতুসংলগ্ন তিতাস গ্যাস কার্যালয় এলাকায় দেখা যায়, হাটের স্বেচ্ছাসেবীরা হাতে লাঠিসোঁটা নিয়ে ঢাকা-মুক্তারপুর-টংগিবাড়ী সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।

এ সময় অটোরিকশা আরোহী শিপলু দেওয়ান বলেন, ‘প্রতিদিনকার মতো পেশাগত কাজে মুক্তারপুর সেতু থেকে মুন্সীগঞ্জ শহরে আসার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় উঠি। পঞ্চসার ইউনিয়ন পরিষদের অদূরে তিতাস গ্যাস কার্যালয়ের সামনে থেকে আমাকে বহনকারী অটোরিকশাটি কয়েকজন যুবক আটকে দেয়। জানতে চাইলে তারা নিজেদের গরুর হাটের লোক বলে জানায়। তাদের প্রত্যেকের হাতে বাঁশি ও কাঠের লাঠি ছিলে। একই সময় আমার মতো আরও ৫-৭টি গাড়িকে তারা এই পথ থেকে ফিরিয়ে দেয়। তাদের এমন আচরণে আমি হতভম্ব।’

মুন্সীগঞ্জগামী ব্যাটারিচালিত অটোরিকশাচালক রিপন হাসেম বলেন, ‘যতটুকু জায়গা নিয়ে হাট বসানোর কথা তার থেকে বেশি এলাকা নিয়ে হাট বসানো হয়েছে। এরপর আবার তাদের সুবিধার জন্য সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।’

বাঁশি ও লাঠি হাতে হাটের স্বেচ্ছাসেবক

সদর উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর মুক্তারপুর গরুর হাটটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকায় ইজারা নেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুল মতিন।

জানতে চাইলে মুক্তারপুর কোরবানির পশুর হাটের ইজারাদার আব্দুল মতিন বলেন, ‘আমরা কোনও সড়ক বন্ধ করিনি। সড়ক যাতে সচল থাকে সেই ব্যবস্থা আমরা করেছি।’

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান বলেন, ‘সড়ক বন্ধ করে হাটের কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ঘিরে তীব্র যানজট, নগরবাসীর দুর্ভোগ
মীরসরাইয়ে বেইলি ব্রিজ ভেঙে সড়কে যোগাযোগ বন্ধ
শরীয়তপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান চলছে ৭০০ শিক্ষার্থীর
ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে পাঠদান চলছে ৭০০ শিক্ষার্থীর
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে