X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

সড়ক বন্ধ করে বসেছে কোরবানির পশুর হাট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ জুন ২০২৪, ১৮:৩৬আপডেট : ১৬ জুন ২০২৪, ১৮:৩৬

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে জনগুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ করে কোরবানির পশুর হাটের কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে কয়েকজন যাত্রী ও চালক অভিযোগ করেছেন। হাটের লোকজন লাঠিসোঁটা হাতে যানবাহনের গতিরোধ করছেন বলে জানিয়েছেন তারা।  

রবিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে মুক্তারপুর সেতুসংলগ্ন তিতাস গ্যাস কার্যালয় এলাকায় দেখা যায়, হাটের স্বেচ্ছাসেবীরা হাতে লাঠিসোঁটা নিয়ে ঢাকা-মুক্তারপুর-টংগিবাড়ী সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।

এ সময় অটোরিকশা আরোহী শিপলু দেওয়ান বলেন, ‘প্রতিদিনকার মতো পেশাগত কাজে মুক্তারপুর সেতু থেকে মুন্সীগঞ্জ শহরে আসার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় উঠি। পঞ্চসার ইউনিয়ন পরিষদের অদূরে তিতাস গ্যাস কার্যালয়ের সামনে থেকে আমাকে বহনকারী অটোরিকশাটি কয়েকজন যুবক আটকে দেয়। জানতে চাইলে তারা নিজেদের গরুর হাটের লোক বলে জানায়। তাদের প্রত্যেকের হাতে বাঁশি ও কাঠের লাঠি ছিলে। একই সময় আমার মতো আরও ৫-৭টি গাড়িকে তারা এই পথ থেকে ফিরিয়ে দেয়। তাদের এমন আচরণে আমি হতভম্ব।’

মুন্সীগঞ্জগামী ব্যাটারিচালিত অটোরিকশাচালক রিপন হাসেম বলেন, ‘যতটুকু জায়গা নিয়ে হাট বসানোর কথা তার থেকে বেশি এলাকা নিয়ে হাট বসানো হয়েছে। এরপর আবার তাদের সুবিধার জন্য সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।’

বাঁশি ও লাঠি হাতে হাটের স্বেচ্ছাসেবক

সদর উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর মুক্তারপুর গরুর হাটটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকায় ইজারা নেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুল মতিন।

জানতে চাইলে মুক্তারপুর কোরবানির পশুর হাটের ইজারাদার আব্দুল মতিন বলেন, ‘আমরা কোনও সড়ক বন্ধ করিনি। সড়ক যাতে সচল থাকে সেই ব্যবস্থা আমরা করেছি।’

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান বলেন, ‘সড়ক বন্ধ করে হাটের কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
রাস্তা খুঁড়ে রেখে ঠিকাদার ‘উধাও’, জনভোগান্তি চরমে
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
সর্বশেষ খবর
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’