X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতার দখল থেকে মুক্ত করা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা

মাদারীপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৪

মাদারীপুরের ডাসারে বিএনপির নেতার দখল থেকে প্রখ্যাত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ে পৈতৃক ভিটা দখলমুক্ত করেছে প্রশাসন। এ সময় লেখকের ঘরে বিএনপির নেতার লাগানো তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত দখলদারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও আইনি ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় পুলিশ, সেনা সদস্যের বহর নিয়ে লেখকের পৈতৃক ভিটা পরিদর্শন শেষে পুরো বাড়ি ও জমি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকার কথা জানান কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ।

বিএনপি নেতার দখল থেকে মুক্ত করা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা

এর আগে কালকিনি উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার লেখকের পৈতৃক ভিটা নিজের পারিবারিক জমি দাবি করে দখলে নেন। এ সময় লেখকের ঘরে থাকা একাধিক ছবি, ব্যবহৃত সরঞ্জামাদি ও আসবাবপত্র ভাঙচুর করে ওই ঘরে ওএমএসের চাল মজুত করে ঘরটি তালাবদ্ধ করে রাখেন।

এরপরই সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক অঙ্গন ও সচেতন নাগরিকরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা করেন। সোমবার রাতেই জেলা প্রশাসন থেকে লেখকের বাড়িটি পুনরুদ্ধারের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়।

বিএনপি নেতার দখল থেকে মুক্ত করা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা

পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে লেখকের স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটায় পুলিশ ও সেনা সদস্যদের বহর নিয়ে সরেজমিন পরিদর্শন করেন কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ। এ সময় ইউএনওর সঙ্গে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, ডাসার থানার ওসি এস এম শফিকুল ইসলাম, কাজীবাকাই ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ গোয়েন্দা বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কালকিনি ইউএনও উত্তম কুমার দাশ বলেন, ‘সুনীল গঙ্গোপাধ্যায়ে পৈতৃক ভিটা ও জমি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন। লেখকের ঘরে নতুন তালা লাগানো হয়েছে। এই জমিতে অনুমতি ছাড়া কাউ যেন প্রবেশ করতে না পারে সে জন্য সবাইকে সর্তক করা হয়েছে। অতি শিগগিরই আমরা লেখকের পৈতৃক ভিটায় সুনীল স্মৃতি মিউজিয়াম, সুনীলের আবক্ষ মূর্তি স্থাপন, পুকুর পাড় সংলগ্ন উন্মুক্ত মঞ্চ, শান বাঁধানো ঘাট নির্মাণ করা হবে। এর ফলে লেখকের পৈতৃক ভিটা একটি দর্শনীয় স্থান হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করবে।’

বিএনপি নেতার দখল থেকে মুক্ত করা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা

ইউএনও আরও বলেন, ‘অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ডাসার থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে দখলদারের বিষয়ে লিখিত অভিযোগ পেলেই আমরা অনুপ্রবেশকারী দখলদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। এ ছাড়া এ ধরনের ঘটনা আর যেন না ঘটে সেই বিষয় পুলিশ লেখকের বাড়িটি নজরদারিতে রাখবে।’

/এফআর/
সম্পর্কিত
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
লেখকদের ভোটে বর্ষসেরা সালাহ
লেখকদের ভোটে বর্ষসেরা সালাহ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’
সাদ, সোহেল, রক্সিসহ অনেকেই ‘নিষিদ্ধ’
সাদ, সোহেল, রক্সিসহ অনেকেই ‘নিষিদ্ধ’
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
পুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত
আবদুল হামিদের দেশত্যাগপুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত