X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বিচারিক প্রক্রিয়ার মাধ‍্যমে আ.লীগের রাজনৈতিক ফয়সালা হবে: নাহিদ ইসলাম

সাভার প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ০৯:১৬আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৯:২৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এখানে (বাংলাদেশে) সংগঠিত যে গণহত‍্যা সেই গণহত‍্যার বিচার দ্রুত সময়ের মধ‍্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ‍্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে।’

মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘গণ-অভ‍্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল, যারা এই হত‍্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং গত ১৫ বছরে নানা জুলুম করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ‍্যে এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। বিচারের পরে যে সংস্কার কার্যক্রম জাতীয় ঐক‍্যমত যে কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তা দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই।’

নাহিদ ইসলাম বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ‍্য দিয়ে স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের সার্বভৌমত্ব বারবার হুমকির মধ‍্যে পড়েছে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমুহ বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ‍্যমে ফ‍্যাসিজম, একদলীয় স্বৈরতন্ত্রের বীজ রোপণ করা হয়েছিল।’

জাতীয় নাগরিক পার্টির এই শীর্ষনেতা বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে। এবার যাতে আর দীর্ঘায়িত না হয়, ২৪-এর গণ-অভ‍্যুথান যাতে ব‍্যর্থ না হয়, পুরনো সংবিধান ও শাসনকাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন করেই আমাদের জনগণের যে কল‍্যাণ সেটি বাস্তবায়ন সম্ভব নয়। সেজন‍্য আমরা বলছি, এই ২৪ সালে গণ-অভ‍্যুত্থান হয়েছে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, কেবল সরকার পরিবর্তন নয়, শাসনকাঠামোসহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম‍্য নিশ্চিত করা সম্ভব হবে।’

এর আগে, সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। সকাল ৭টার দিকে তারা স্মৃতিসৌধে প্রবেশ করে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস‍্যসচিব আখতার হোসেনসহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
যমুনার সামনে মঞ্চ তৈরির ঘোষণা
সর্বশেষ খবর
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
যমুনা থেকে বাংলামোটর জনসমুদ্রে পরিণত করার ডাক হাসনাতের
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ