X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ১৫:০৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৫:০৫

গোপালগঞ্জ গোপালগঞ্জ সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার সন্তান নূর মোহাম্মদ সিকদারকে (৩৫) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নসিরাত জাবিন নিম্নীর আদালতে নিহতের বাবা মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সিকদার বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় প্রতিবেশী আক্তার মোল্লাসহ ছয়জনকে আসামি করা হয়েছে। ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করে গোপালগঞ্জ সদর থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার তালা পূর্বপাড়া গ্রামে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সোবহান জানান, গত ৩১ মার্চ মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সিকদারের গরু প্রতিবেশী আক্তার মোল্লার জমির ধান খায়। আক্তার মোল্লা গরু ধরে খোয়ারে দিতে গেলে স্থানীয়রা বিষয়টি মিটিয়ে দেন। পরে লিয়াকত আলী সিকদার ও আক্তার মোল্লার ছেলে, মেয়ে জামাইসহ স্বজনদের সঙ্গে কথা কাটাকাটি হয়। লিয়াকত আলী সিকদারের ছেলে নূর মোহাম্মদ সিকদার তার শিশু পুত্রকে কোলে নিয়ে ঘটনাস্থলে আসেন। বাকবিতন্ডার একপর্যায়ে আক্তার মোল্লার ছেলে দুলাল মোল্লা লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ এপ্রিল নূর সোহাম্মদ মারা যান।

মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সিকদার বলেন, আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’