X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার রায় আগামীকাল

খুলনা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৬, ১০:৫৮আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১১:০০

মানিক সাহা

এক যুগ পর খুলনার সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল বুধবার। সোমবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ মামলার রায়ের দিন ধার্য করেন।

খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এনামুল হক বলেন, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আগামী ৩০ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। ওইদিন মামলার হত্যা ও বিস্ফোরক দুটি অংশেরই রায় ঘোষণা করা হবে। আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ২১ নভেম্বর খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে ম্যাজিস্ট্রেট দেওয়ান আব্দুস সামাদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২২-২৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক হয়। ২৭ ও ২৮ নভেম্বর দুদিন আসামিপক্ষের যুক্তিতর্ক হয়।

মানিকসাহা খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংবাদ ও বিবিসির খুলনা প্রতিনিধি ছিলেন। প্রসঙ্গত, ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের কাছে ছোট মির্জাপুরে প্রবেশের মুখে দুবৃত্তরা বোমা হামলা চালিয়ে মানিক সাহাক হত্যা করে। ঘটনার দুদিন পর ১৭ জানুয়ারি মামলা করা হয়। খুলনা সদর থানার এসআই রনজিৎ কুমার দাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ২০০৪ সালের ২০ জুন খুলনা থানার তৎকালীণ ওসি মোশাররফ হোসেন ৫ জনকে আসামি করে আদালতে হত্যা মামলার চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে মিঠুন, বুলবুল ওরফে বুলু ও আকরাম ওরফে বোমারু আকরাম জামিনে রয়েছে। সুজন ওরফে নুরুজ্জামান ও মো. আকবর আলী বিশ্বাস কারাগারে রয়েছে। এছাড়া সাত্তার ওরফে ডিসকো সাত্তার, সাকা ওরফে সাখাওয়াত, বেল্লাল, সরো ওরফে সরোয়ার ও শওকত হোসেন পলাতক রয়েছে।

সর্বশেষ ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে ফেরত পাঠানো হয়। পুলিশ দুই দফা তদন্ত শেষে (অধিকতর তদন্তসহ) ২০০৮ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে ১৩ জনকে আসামি করা হয়। আসামিদের সবাই চরমপন্থী দলের সক্রিয় সদস্য বলে চার্জশিটে উল্লেখ করা হয়।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এপ্রিলে সড়কে ঝরেছে ৬৩২ প্রাণ
বিআরটিএর প্রতিবেদনএপ্রিলে সড়কে ঝরেছে ৬৩২ প্রাণ
প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে উদ্ভাবক হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে উদ্ভাবক হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
চাকরির কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত
চাকরির কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত
চার ঈদ পেরিয়ে অবশেষে আসছে ‘ময়ূরাক্ষী’
চার ঈদ পেরিয়ে অবশেষে আসছে ‘ময়ূরাক্ষী’
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
‘কর্তৃপক্ষের’ আদেশের দায় কার?
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত
নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলো আমিরাত