X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দেশ থেকে জঙ্গি না তাড়ানো পর্যন্ত আমাদের ঘুম নেই: ছাত্রলীগ সভাপতি

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৭, ২০:৫২আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২০:৫২

সাতক্ষীরায় ছাত্রলীগ সভাপতি সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এক সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নকে সহ্য করতে না পেরে খালেদা জিয়া জঙ্গিমাতা হিসেবে সব কাজের বিরোধিতা করছে। দেশে বিভিন্ন জায়গায় জঙ্গিবাদ উসকে দিয়ে খালেদা ও তার ছেলে ফায়দা লোটার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ‘দেশ থেকে জঙ্গি না তাড়ানো পর্যন্ত ছাত্রলীগের ঘুম নেই।’

সাতক্ষীরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সাইফুর রহমান সোহাগ আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছিলেন। তিনি দেশের ক্রান্তিকালে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক একইভাবে তার হাতে গড়া ছাত্রলীগের সব নেতাকর্মীকেও ঝাঁপিয়ে পড়তে হবে।’

জঙ্গিবাদের বিরুদ্ধে দেশব্যাপী ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু নেই, কিন্তু তার আদর্শ রয়েছে। তার আদর্শকে ধারণ করে তার কন্যার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তা ছাত্রলীগের নেতা কর্মীদের রুখে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগের কাজ করতে হবে।’

তিনি সাতক্ষীরায় চিত্র তুলে ধরে বলেন, ‘২০১৩ সালে শান্ত সাতক্ষীরা অশান্ত করে তুলেছিল জামায়াত শিবির। তারা ছাত্রলীগ নেতাসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১৮ জন নেতাকর্মীকে হত্যা করেছিল। সেসময় ছাত্রলীগ মাঠে থেকে তাদের প্রতিহত করেছিল।’ তিনি আরও বলেন, “শুধু ছাত্রলীগ করলে হবে না। নিয়মিত পড়াশোনা করতে হবে। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ যে পড়েনি সে ছাত্রলীগ করার যোগ্যতা রাখে না।”

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়নের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রসুল বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আমীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসফাক আবির হাওলাদার, ত্রাণ বিষয়ক উপসম্পাদক জি এম শরিফুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান, ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন প্রমুখ।

/এফএস/ 

আরও পড়ুন- 

সৈয়দ আশরাফের যে ছবি ভাইরাল

‘নিজ হাতে গড়া ভাস্কর্যের অবমাননা প্রতিবাদের ভাষা হতে পারে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক