X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যশোরের ৭ উপজেলায় শুক্র ও শনিবার বিদ্যুৎ বিভ্রাট হতে পারে

বেনাপোল প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৭, ০৫:৪৫আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ০৬:৪৫

বেনাপোল বিদ্যুৎ স্টেশন

বৃহস্পতিবার রাত দশটা থেকে শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোরের কিছু কিছু জায়গায় স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। বিদ্যুৎ গ্রিডে নতুন সাব স্টেশন বসানোর প্রয়োজনে এ সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) । প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এজন্য যশোরবাসীর প্রতি দুঃখপ্রকাশ করা হয়েছে।

তবে একটানা কোনো এলাকা বিদ্যুৎহীন থাকবে না বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। বলা হয়েছে, এই গ্রিডের আওতাভুক্ত প্রতিটি এলাকা এই দুদিনে এক বা একাধিকবার আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে পারে।

ওজোপাডিকো সূত্রে জানা গেছে, যশোরের চাঁচড়ায় অবস্থিত বিদ্যুতের ১৩২ কেভি গ্রিড সাবস্টেশনের ক্ষমতা আরও বাড়াতে একটি নতুন সাবস্টেশন বসানো হচ্ছে। এ কারণে এই সময়ে গ্রাহকদের সাময়িক সমস্যা হতে পারে।

ওজোপাডিকো কর্মকর্তারা জানান, ৮০/১২০ মেগাভোল্ট অ্যাম্পিয়ার (এমভিএ) ক্ষমতাসম্পন্ন ট্রান্সমিটারটি বসানো হবে চাঁচড়ায়। এই কাজের জন্য সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। তবে উন্নয়ন কাজ চলাকালে বিকল্প হিসেবে কম ক্ষমতাসম্পন্ন দুটি ট্রান্সমিটারের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়া হবে।

এদিকে, এই বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনার তথ্য ইতোমধ্যে মাইকের মাধ্যমে পুরো এলাকায় প্রচার করা হয়েছে। সেনানিবাস, বিমানঘাঁটি, বন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও গ্রাহকদের আলাদাভাবে বিষয়টি জানিয়ে সে অনুযায়ী বিকল্প ব্যবস্থা রাখার অনুরোধও করা হয়েছে ওজোপাডিকোর পক্ষ থেকে।

ওজোপাডিকো যশোরের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল আলম জানিয়েছেন, ‘যশোর থেকে এই জেলা ছাড়াও নড়াইল এবং সাতক্ষীরার একাংশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে নড়াইলে বিদ্যুৎ যায় শিল্পশহর নওয়াপাড়া থেকে। নড়াইলে আলাদা ট্রান্সমিটার থাকায় অভয়নগর ও নড়াইলে বিদ্যুতের বর্তমান অবস্থাই বহাল থাকবে। আর সাতক্ষীরার যে অংশে যশোর থেকে বিদ্যুৎ সরবরাহ হয়, সেখানে আলাদা ট্রান্সমিটার রয়েছে। তাই ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে।’

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ