X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে টানা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

বাগেরহাট প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ২০:২০আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২০:২০

বাগেরহাটে টানা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

উপকূলীয় জেলা বাগেরহাটে টানা বৃষ্টিতে পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে বোরো ধানের মাঠ তলিয়ে গেছে। ফলে পাকা ধান মাঠে পড়ে নষ্ট হচ্ছে। এই ধান আর ঘরে তোলা সম্ভব হবে না বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

গত তিনদিনের টানা বৃষ্টিতে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া, কান্দাপাড়া, বেশরগাঁতি, চরগ্রাম, বেমরতা, ফতেপুর, ডেমা, চুলকাঠি, শ্রীঘাট, সিঅ্যান্ডবি বাজার, ষাটগম্বুজসহ বিভিন্ন উপজেলার পাকা বোরো ধানের মাঠ তলিয়ে গেছে। তবে জেলায় কি পরিমাণ জমির ধান নষ্ট হয়েছে তা জানাতে পারেনি কৃষি বিভাগ।

সদর উপজেলার ক্ষুদ্রচাকশ্রী গ্রামের কৃষক আজাদ আলী বলেন, ‘এ বছর দশ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছিল। শ্রমিক নিয়ে গত কয়েকদিন ধরে ধান কাটা শুরু করেছিলাম। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় মাঠে কেটে রাখা ধান ঘরে তুলে আনতে পারিনি। ফলে কেটে রাখা ধান মাঠে পড়েই নষ্ট হচ্ছে। এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেলো। ’

কৃষক মুজিবর রহমান বলেন,‘এবছর বোরো ধানের আবাদ ভালো হয়েছিল। তিন দিন ধরে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় কাটা ধান আর ঘরে তোলা গেল না।’

জেলার কত হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে কৃষি বিভাগ তার তালিকা তৈরির কাজ করছে উল্লেখ করে বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন,‘অতি বৃষ্টির কারণে মাঠে কাটার অপেক্ষায় থাকা পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে ধানের মাঠ তলিয়ে গেছে। বৈরি আবহাওয়ার কারণে কৃষক ধান কেটেও ঘরে তুলতে পারলো না। তাই ধান মাঠেই পড়ে আছে। এর ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ’

অন্যদিকে,রবিবার রাতের বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বাগেরহাট-মাওয়া মহাসড়কে বেশ কয়েকটি গাছ উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। রাতে জেলার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, ‘রবিবার রাতে প্রবল বর্ষণের সঙ্গে ঝড়ো হাওয়ার ফলে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট এলাকায় বেশকিছু গাছ উপড়ে রাস্তার উপর পড়েছে। এতে যান চলাচলে অসুবিধা হচ্ছে। ঝড় থামলে সড়ক বিভাগের কর্মীরা সেখানে গিয়ে রাস্তার উপর পড়ে থাকা গাছ কেটে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হবে। ঝড়ে জেলাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে বিদ্যুৎ বিভাগ গভীর রাতে জেলার বিদ্যুৎ ব্যবস্থা আবার স্বাভাবিক করেছে।’

/জেবি/

আরও পড়তে পারেন: কীর্তনখোলায় নৌডুবি: কয়লাবাহী কার্গোর কারণে হুমকির মুখে জলজ প্রাণী

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু