X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

একরাম হত্যা: বিচারকসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণ

ফেনী প্রতিনিধি
০১ মে ২০১৭, ০০:৩৩আপডেট : ০১ মে ২০১৭, ০২:২৭

একরাম হত্যা: বিচারকসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণ ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় জেলা জজশিপের এক বিচারক ও ফেনী মডেল থানার তৎকালীন ওসিসহ মোট ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) দুপুরে থেকে বিকাল পর্যন্ত জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে তারা সাক্ষ্য দেন। আদালত আগামী ১৬ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি ) অ্যাড. হাফেজ আহমদ এই তথ্য নিশ্চিত করেন ।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন , আদালতে একরাম হত্যা মাললায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা জবানবন্দি গ্রহণকারী ফেনীর আদালতে সিনিয়র বিচারিক হাকিম জালাল উদ্দিন, ফেনী মডেল থানার তৎকালীন ওসি মাহবুব মোর্শেদ,এসআই জহিরুল হক, এএসআই মাহবুবুল আলম সরকার ও শহিদুল ইসলাম এর সাক্ষ্যগ্রহণ দেন ।

সময় স্বল্পতার কারণে অপর সিনিয়র বিচারিক হাকিম খাইরুল আমিনের সাক্ষ্যগ্রহণ পরবর্তী তারিখে হবে বলে আদালতের বিচারক জানিয়েছেন।

আদালতে সূএে জানায়, এই মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে এই নিয়ে ৪৭ জন সাক্ষী সাক্ষ্য দেন । এই মামলায় ৫৬ জন আসামির মধ্যে ফেনী কারাগার ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৩৪ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রবিবার আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা ১২ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলা অপর ১০ জন আসামি পলাতক রয়েছেন । সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে নিয়ে যাওয়া হয় ।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্যে চেয়ারম্যান একরামুল হককে গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় ৫৬ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ