X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

মংলা বন্দরে আটকা পড়েছে দুটি নৌযান পন্টুন, পালিয়েছে আরও ৩টি

আবুল হাসান, মংলা
২৪ মে ২০১৭, ১১:১১আপডেট : ২৪ মে ২০১৭, ১৫:১২

মংলা বন্দরে আটকা পড়েছে দুটি নৌযান পল্টুন আদালতের নিষেধাজ্ঞার কারণে মংলা বন্দরে আটকা পড়েছে মেঘনা ও কাচপুর সেতুর পাইপ বহনকারী দুটি নৌযান পন্টুন। মঙ্গলবার বন্দর জেটি সংলগ্ন পশুর নদীতে ভিয়েতনাম থেকে আনা পাইপ বহনকারী নৌযান পন্টুন নীলাদ্রি ও রিভার কিং-২ কে আটকে রাখে পুলিশ। মংলা থানার উপ-পুলিশ পরিদর্শক  (সেকেন্ড অফিসার) মঞ্জুর এলাহী বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করে বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞার আদেশ পেয়ে এ দুটি পন্টুনকে আটকে রাখি আমরা।’

এসময় তিনি দাবি করেন, এর আগে সঠিক সময়ে আদালতের আদেশ না পাওয়ায় এ বন্দর থেকে জেরিন, রিভার কিং-১ এবং সিগাল নামে আরও ৩ টি নৌযান পন্টুন তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। আদালতের নিষেধাজ্ঞার কপি

পুলিশ ও মামলার সূত্র থেকে জানা যায়, চুক্তি ভঙ্গ এবং ৫ কোটি টাকা পাওনা পরিশোধ না করায় নিপ্পন এক্সপ্রেস লি. নামে বাংলাদেশি একটি আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্রগ্রামের নিম্ন আদালতে মামলা ঠুকে দেন মো. হামিদুর রহমান নামের এক ব্যক্তি। গত ১৯ মার্চ দাখিলকৃত মামলায় আসামি করা হয় প্রতিষ্ঠান এবং এর মালিক (জাপানি নাগরিক) তামুহিরো তামুরা ও ম্যানেজার রেজাউল আলমকে।

আদালতের নিষেধাজ্ঞার কপি

মংলা বন্দর সূত্র জানায়, ওই প্রতিষ্ঠানটি কাচপুর ও মেঘনা সেতুর জন্য গত ১৯ এপ্রিল ভিয়েতনাম পতাকাবাহী ভি এস এম টু জাহাজে করে ৩ হাজার ২’শ মেট্রিক টন পাইপ নিয়ে মংলা বন্দরে আসে। এ খবরে বাদী পক্ষের আবেদনে আমদানিকৃত পণ্য মংলা বন্দর ত্যাগ না করাসহ নিপ্পন এক্সপ্রেস লি. নামের আমদানিকারক প্রতিষ্ঠানটির কার্যক্রমের ওপর অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করে গত ২৩ এপ্রিল  আদেশ দেন আদালত। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার নীলাদ্রি ও রিভার কিং-২ নৌযান পল্টুন দুটি পণ্য নিয়ে যাওয়ার সময় পুলিশ আটক করে।

এর আগে নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৯ মে জেরিন, সিগাল এবং রিভার কিং-১ নামে আরও তিনটি নৌযান পন্টুন ওই প্রতিষ্ঠানের পণ্য নিয়ে পালিয়ে যায় বলে নিশ্চিত করেন মংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের পাইলট ইন্সপেক্টর গোলাম মোস্তফা। তবে পুলিশের দাবি সেময় তাদের হাতে আদালতের আদেশ কপি এসে পৌঁছায়নি।

/এফএস/ 

আরও পড়ুন- 
রোড টু ইলেভেন: কখন কী করবে ইসি

সম্পর্কিত
সর্বশেষ খবর
মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ
মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ
মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা
মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা
একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’